পশ্চিমবঙ্গ

west bengal

মুম্বই হামলার চক্রী ডেভিড কোলম্যান-রাজারামের 'মিটিং'-এ কি ছিল অভিষেকের নাম? - ABHISHEK BANERJEE

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 5:51 PM IST

Abhishek Banerjee: 26/11 মুম্বইয়ে জঙ্গি হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রাজারামের বৈঠকে কী নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়েও কথা হয়েছিল? কী জানাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা?

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 22 এপ্রিল: শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হত্যার ষড়যন্ত্রই নয়, ধৃত রাজারাম রেগের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দারা ৷ ছোটখাট গোলমাল নয়, রাজারামের সঙ্গে ঘুরপথে জড়িয়ে গেল ভারতের বুকে হওয়া কুখ্যাত জঙ্গি হামলা, 26/11-এর মুম্বই হামলার ঘটনা ৷ জানা গিয়েছে, ওই হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে দেখা করেছে রাজারাম ৷

  • মুম্বই হামলার সঙ্গে রাজারামের যোগসূত্র খতিয়ে দেখে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, গত 26/11-তে মুম্বইয়ে জঙ্গি হামলার আগে গোটা ঘটনার মূলচক্রী ডেভিড কোলম্যান হেডলি যখন মুম্বইয়ে এসেছিল, তখন নাকি রাজারাম তার সঙ্গে দেখা করেছিল । দু'জনের বেশ কয়েকবার কথা হয়েছিল বলে জানা গিয়েছে। লালবাজারের অভিযোগ, এই রাজারাম নাকি ডেভিড কোলম্যান হেডলির সামনে নিজেকে রাজনীতির বড় নেতা হিসাবে পরিচয় দিয়েছিল ।
  • লালবাজার সূত্রের দাবি, ডেভিড কোলম্যান হেডলিকে রাজারাম আশ্বাস দিয়েছিল যে, সে আরও বেশকয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করিয়ে দেবে। আর এই রাজনৈতিক নেতা-নেত্রীর মধ্যে কি পশ্চিমবঙ্গের কোনও রাজনৈতিক নেতা-নেত্রীর নাম রাজারাম নিয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ পাশাপাশি সেই সব বিশিষ্ট নেতা-নেত্রীর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল কি না, তা-ও বিশেষভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

জানা গিয়েছে, 2013 সালের 24 জানুয়ারি ডেভিড হেডলিকে 35 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত । হামলার ষড়যন্ত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে পেতে 2015 সালের 10 ডিসেম্বর তাকে রাজসাক্ষী করতে রাজি হয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত। এরপর 2016 সালের 16 ফেব্রুয়ারি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুম্বই হাইকোর্টে সাক্ষ্য দিতে শুরু করে হেডলি ।

উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, গত 18 এপ্রিল কলকাতায় আসে রাজারাম রেগে । দু'দিন ছিল কলকাতায়। এই দু'দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর অফিসে রেইকি করে 26/11-তে মুম্বইয়ে জঙ্গি হামলার মূল চক্রীর 'ঘনিষ্ঠ' রাজারাম। তাকে ভিডিয়োগ্রাফি করতেও দেখা যায়। গোপন সূত্র মারফত খবর যায় পুলিশের কাছে। ইতিমধ্যেই মুম্বই থেকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে রাজারাম রেগেকে। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

আরও পড়ুন:

  1. 26/11'র 15 বছর... দগদগে স্মৃতি নিয়েই শহীদ স্মরণ মায়ানগরীতে
  2. ভারত কখনওই সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা ভুলবে না, 26/11 নিয়ে মন কি বাতে সরব মোদি
  3. না ভোলার নৃশংস চারটে দিন! সিনেপর্দায় ফিরে দেখা মুম্বই হামলার 15 বছর

ABOUT THE AUTHOR

...view details