পশ্চিমবঙ্গ

west bengal

বিজেপি বিধায়ককে মোদির বার্তা 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন', কিন্তু কেন!

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 9:38 PM IST

Modi in Durgapur:

Etv Bharat
বঙ্গে মোদির সফর

বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুর্গাপুর, 2 মার্চ: মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন, বিজেপি বিধায়ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বার্তা ঘিরে তুঙ্গে জল্পনা ৷ হঠাৎ কেন বিজেপি বিধায়ককে এই কথা বললেন মোদি ৷ সেই প্রশ্নই বার বার উঠছে ৷

দু'দিনের ঝাড়খণ্ড এবং বঙ্গ সফর শেষে বিহারের গয়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র `মোদি। অন্ডাল বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে চেপে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

প্রধানমন্ত্রী রওনা দেওয়ার পর বিমানবন্দর থেকে বেরিয়ে সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে এসেছিলেন। সঙ্গেই ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই এবং আইন বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটকও। তখনই লক্ষণ ঘোড়ুই প্রধানমন্ত্রীকে জানান, তিনি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। তারপরেই প্রধানমন্ত্রী বিধায়ককে বলেন "মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন।"

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, "প্রধানমন্ত্রীকে বলেছি বাংলাকে দেখুন।" এই কথা শুনেই নাকি প্রধানমন্ত্রী তাঁকে বলেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ৷ "মুখ্যমন্ত্রীর কাছেও অবশ্যই ধন্যবাদ পৌঁছাব। কিন্তু কী কারণে ধন্যবাদ সেটাও সবাই বুঝতে পারছে।" বলে জানান বিধায়ক লক্ষন ঘোড়ুই। যদিও এই বিষয়ে কোনও কথাই বলতে চাননি রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।

বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও বিজেপি সাংসদের কথায় এই ধন্যবাদের সঙ্গে মিশে আছে "বিদ্রুপ"। কারণ গত দু'দিন আরামবাগে ও কৃষ্ণনগরে জনসভায় সন্দেশখালির সাম্প্রতিক ঘটনা নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার শোনা গিয়েছে নরেন্দ্র মোদির মুখে সেই কারণেই এই 'ধন্যবাদ' দিতে বলে যান এমনটাই মত পোষণ করেন বিজেপি সাংসদ ও বিধায়ক। রাজ্যজুড়ে উন্নয়নে সার্বিক ব্যর্থতার কথা প্রধানমন্ত্রী তুলে ধরেছেন গত দুদিন ধরে ৷ ইঙ্গিত দিয়ে গিয়েছেন কী হতে চলেছে 2024 লোকসভা নির্বাচনে।

আরও পড়ুন

1. 'আগে কমিশন, পরে পারমিশন'; কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ মোদির

2.আমি কোথাও যাচ্ছি না, আপনার সঙ্গে চিরকাল আছি; মোদিকে আশ্বাস নীতীশের

3.প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি

ABOUT THE AUTHOR

...view details