পশ্চিমবঙ্গ

west bengal

মমতার 'মাথা খারাপ' আর কুণাল 'নর্দমা', তোপ মহাগুরুর - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 4:01 PM IST

Updated : Apr 18, 2024, 4:39 PM IST

Mithun Chakraborty: রায়গঞ্জের সভা থেকে বৃহস্পতিবার মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিঠুন তারই পালটা দিলেন মমতাকে ৷ বললেন, "ভিড় যত হবে, তত মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হবে", মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণের পাশাপাশি কুণালকে নর্দমা বলে বেনজির আক্রমণ মিঠুন চক্রবর্তী ৷

Mithun Chakraborty
Mithun Chakraborty

Mithun Chakraborty

দার্জিলিং, 18 এপ্রিল: লোকসভা ভোটে বিজেপির তারকা প্রচারকের তালিকায় রয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যে উত্তরে প্রচারও শুরু করেছেন। তাতেই তাঁকে 'গদ্দার' শুনতে হয়েছে ৷ এরপরই মুখ্যমন্ত্রীকে পালটা জবাব দিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলেন, "আমি গদ্দার, ভর্দার, সর্দার কত কিছু। আর এই ভিড় যত বাড়বে তত মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হবে। আমায় বললে আমার কিছু যায় আসে না।" শুধু এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিষয়ে প্রশ্ন করতেই একপ্রকার মেজাজ হারান তিনি ৷ বেনজির আক্রমণ করে কুণালকে নর্দমা বলে কটাক্ষ করেন বিজেপি নেতা।

বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়িতে রোড-শো করেন বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মিঠুন। শিলিগুড়ি পৌরনিগমের 3 নম্বর ওয়ার্ডের গুরুংবস্তি থেকে চম্পাসারি শ্রীগুরু বিদ্যামন্দির ময়দান পর্যন্ত রোড-শো করেন তিনি। তাঁকে দেখতে এদিন শহরের রাস্তায় আট থেকে আশিদের ভিড় উপচে পড়ে। রোড-শোয়ের পর খড়িবাড়ি ব্লকের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে তার একটি জনসভা করবেন তিনি।

প্রসঙ্গত, এদিনই উত্তরবঙ্গে সফরে থাকাকালীন মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়ে এদিন পালটা মুখ্যমন্ত্রীকেও একহাত নেন মহাগুরু। মিঠুন চক্রবর্তী বলেন, "আমি গদ্দার, ভর্দার, সর্দার আরও কতকিছু। এই ভিড় যত বাড়বে ওনার আরও মাথা খারাপ হবে।" পাশাপাশি সম্প্রতি, জলপাইগুড়িতে কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, "বিজেপি গলায় বকলেস পরিয়ে ঘেউ ঘেউ করাচ্ছে।" আর তার পালটা এদিন কুণাল ঘোষকে একহাত নেন তিনি।

মিঠুন চক্রবর্তী বলেন, "কুণাল ঘোষের কথা একদম বলবেন না। ওটা একটা নর্দমা। ওঁর কথা শুনলে আমার দিন খারাপ যায় ৷" এছাড়াও প্রচার নিয়ে বলেন, "আমি চার জায়গায় প্রচার করেছি। খুব ভালো সাড়া মিলছে। মানুষের সাড়াও খুব ভালো মিলছে। রাজু (বিজেপি প্রার্থী রাজু বিস্তা) খুব ভালো কাজ করেছেন। ওণর জেতা উচিত।"

আরও পড়ুন:

  1. বিজেপিকে হারিয়ে 'ইন্ডিয়া'র নেতৃত্ব দেবে বাংলাই, দাবি মমতার
  2. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  3. তৃণমূলের নালিশের পরেই উত্তরবঙ্গ সফর বাতিল রাজ্যপালের !
Last Updated : Apr 18, 2024, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details