ETV Bharat / politics

বিজেপিকে হারিয়ে ‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেবে বাংলাই, দাবি মমতার - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 2:54 PM IST

Updated : Apr 18, 2024, 3:25 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee: বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷ পাশাপাশি তিনি বিজেপিকে হারিয়ে বাংলা থেকেই ‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেবে ৷

বালুরঘাট, 18 এপ্রিল: জাতীয়স্তরে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র শরিক হলেও বাংলায় একই লড়াই করছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু বিজেপিকে হারিয়ে ভোটের পর তৃণমূলই ‘ইন্ডিয়া’-র নেতৃত্ব দেবে বলে বৃহস্পতিবার কার্যত বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, চলতি লোকসভা নির্বাচনে বিজেপি হারবে ৷ তার পর বাংলা থেকেই ‘ইন্ডিয়া’র নেতৃত্ব দেওয়া হবে ৷

এ দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ ওই সভার মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন ৷ নাম না করে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ তিনি বিজেপিকে হারানোর ডাক দেন ৷ তখনই বিজেপির বিরুদ্ধে তৈরি করা জোট ‘ইন্ডিয়া’র প্রসঙ্গ তোলেন মমতা ৷ তিনি বলেন, ‘‘সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু ৷ বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেব বাংলা থেকে গিয়ে ৷ এটা মাথায় রাখবেন ৷ বিজেপিকে লড়বার হিম্মত বাংলা রাখে ৷ আর কেউ রাখে না ৷’’

উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে বিজেপির বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার সলতে পাকানো শুরু হয় ৷ মূলত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই কাজ শুরু করেছিলেন জেডিইউ-এর নীতীশ কুমার ৷ পরবর্তী কয়েকমাসে দেশের বিভিন্ন শহরে বিরোধীরা বৈঠক করে ৷ জোটের নতুন নাম দেওয়া হয় ‘ইন্ডিয়া’ ৷ কিন্তু নানা আলোচনার পরও আসন সমঝোতা অনেকাংশেই অধরা থেকে যায় ৷

পশ্চিমবঙ্গে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম ও কংগ্রেস একসঙ্গে লড়ছে ৷ কিন্তু ওই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল এখানে একা লড়াই করছে ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন যে তিনি জাতীয়স্তরে ‘ইন্ডিয়া’য় আছেন ৷ তবে এই রাজ্যে একাই লড়াই করবেন ৷ আর জোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত তিনি ভোটের পর নেবেন ৷

কিন্তু এ দিন তাঁর বক্তব্যে স্পষ্ট হল যে যদি লোকসভা নির্বাচনের পর ’ইন্ডিয়া’র সরকার তৈরি হয়, তাহলে নেতৃত্বে থাকবে তৃণমূল ৷ যদিও তিনি নিজের দলের নাম বলেননি ৷ বরং বাংলার কথা বলেছেন ৷ এই নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এখন দেখার তারা এই নিয়ে কী বলে ?

আরও পড়ুন:

  1. 'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত', কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা
  2. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  3. 'আমরাই ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব', অসমের প্রচারসভা থেকে বড় দাবি মমতার
Last Updated :Apr 18, 2024, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.