পশ্চিমবঙ্গ

west bengal

চা বাগান শ্রমিকদের জন্য বড় ঘোষণা মমতার, 400-র বেশি পরিবারকে ফ্ল্যাট

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 7:57 PM IST

Mamata Banerjee in Siliguri: চা-শ্রমিকদের পাট্টা তুলে দেবেন ৷ সেইসঙ্গে 422টি পরিবারকে যাঁরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছেন তাঁদের হাতে ফ্ল্য়াটের চাবি তুলে দেবেন ৷ মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী ৷

বুধে 500 চা-শ্রমিকদের পাট্টা দেবেন মুখ্য়মন্ত্রী
Mamata Banerjee

বুধে 500 চা-শ্রমিকদের পাট্টা দেবেন মুখ্য়মন্ত্রী

শিলিগুড়ি, 12 মার্চ: চা-বাগানের শ্রমিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ফ্ল্যাট তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিডিয়োকন ময়দানে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে জলপাইগুড়ি জেলার 500 জন চা-বাগানের শ্রমিকদের পাট্টা ও আর্থিকভাবে পিছিয়ে 422টি পরিবারের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ'র (এসজেডিএ) তরফে কাওয়াখালিতে তৈরি ওই ফ্ল্যাটের চাবি তুলে দেবেন তিনি।

আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য 2019 সালে এসজেডিএ ওই ফ্ল্যাট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। যাদের আয় 18 হাজার টাকার কম ৷ তাঁদের জন্য ওই ফ্যাল্ট তৈরি করার পরিকল্পনা করা হয়। কাওয়াখালিতে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ফ্ল্যাটগুলো তৈরি শুরু করা হয়। এদিকে, ফ্ল্যাট পাওয়ার জন্য মোট 1 হাজার 848 জন আবেদন করেছিলেন। এরপর আধিকারিকরা সবকিছু খতিয়ে দেখে 1 হাজার 828 জনের নাম তালিকাভুক্ত করেন।

সম্প্রতি, বাঘাযতীন পার্কে লটারি করে 422 জনকে বাছাই করা হয়। তাঁদের হাতেই ফ্ল্যাটের চাবি তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠকে জানান ৷ এবিষয়ে সৌরভ চক্রবর্তী বলেন, "মাত্র 3 লক্ষ টাকা দিয়ে ওই আবাসন নিতে পারবে সকলে। তাঁরা ধীরে ধীরে টাকা দিতে পারবেন। কাওয়াখালিতে একটি বেসরকারি সংস্থা এই ফ্ল্যাট তৈরি করে দিয়েছে। যাঁদের মাথায় ছাদ ছিল না, তাঁরাও এবার নতুন ফ্ল্যাটের মালিক হতে পারবেন।"

মুখ্যমন্ত্রী মঙ্গলবার দীনবন্ধু মঞ্চের বৈঠক থেকে বলেন, "উত্তরবঙ্গ এখন অনেক উন্নতি করেছে। এখানে সচিবালয় থেকে সাফারি সব হয়েছে। আমি নিজে প্রতিনিয়ত আসি। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। অনেক হোম-স্টে, ব্যবসা, শিল্প গড়ে উঠেছে। চা-বাগানের শ্রমিকদের জমির পাট্টা আমরা দিয়েছি। এবার তাঁদের বাড়ি তৈরির জন্য 1 লক্ষ 20 হাজার টাকাও আমরা দিচ্ছি। ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে 500 জন চা-শ্রমিকদের পাট্টা ও 422 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে ফ্ল্যাট দেব।"

আরও পড়ুন:

  1. সিএএ লাগু হওয়ার পর মমতার প্রথম বিরোধী মিছিল, শিলিগুড়ির রাজপথে সামিলের ডাক
  2. আবেদন করলেই নাগরিকত্ব হারাবেন, সিএএ নিয়ে সতর্কবার্তা মমতার
  3. মুসলিম ভোটার বেশি, পশ্চিমবঙ্গ-অসমে সিএএ কার্যকর করার প্রভাব নির্বাচনে!

ABOUT THE AUTHOR

...view details