পশ্চিমবঙ্গ

west bengal

বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র ও রাইফেলের কার্তুজ-সহ গ্রেফতার পড়শি দেশের প্রাক্তন সেনাকর্মী

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 3:30 PM IST

Firearms and AK-47 Cartridges at Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরে সিআইএসএফের হাতে গ্রেফতার ভুটান সেনার প্রাক্তন কর্মী ৷ অভিযোগ বিদেশি হওয়ার পাশাপাশি, তাঁর কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র আগ্নেয়াস্ত্র ও একে-47 এর বেশ কয়েক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

দার্জিলিং, 9 ফেব্রুয়ারি: বাগডোগরা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ভিনদেশের নাগরিক ৷ জানা গিয়েছে, ধৃত ভুটান সেনার প্রাক্তন কর্মী ৷ তাঁর নাম তাসি শেরিং ৷ বৃহস্পতিবার সন্ধেয় বাগডোগরা থেকে চেন্নাইয়ের বিমান ধরার কথা ছিল তাঁর ৷ সিকিউরিটি চেকিংয়ের সময় সিআইএসএফের হাতে ধরা পড়ে যান তিনি ৷ পুলিশ সূত্রে খবর, তাসি শেরিংয়ের কাছে বিনা-লাইসেন্সের একটি পিস্তল ও একে-47 এর পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ৷ আজ তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, তাসিং শেরিংকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তিনি ভুটান সেনার অবসরপ্রাপ্ত কর্মী ৷ গাড়িতে শিলিগুড়ি পৌঁছে, বৃহস্পতিবার সন্ধেয় চেন্নাইয়ের বিমান ধরার কথা ছিল ৷ আর সেখান থেকে কুয়েতের বিমানে উঠতেন তিনি ৷ কুয়েত বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি ৷ কিন্তু, বৃহস্পতিবার বাগডোগরা পৌঁছানোর পর সিকিউরিটি চেকিংয়ে তাসি শেরিংয়ের কাছ থেকে একটি পিস্তল ও 5 রাউন্ড একে-47 রাউফেলের কার্তুজ উদ্ধার হয় ৷ খবর পেয়ে দ্রুত সিকিউরিটি চেকিং এলাকায় পৌঁছে যায় সিআইএসএফের বাহিনী ৷ শেরিংকে সেখান থেকে আটক করে অন্যত্র নিয়ে যাওয়া হয় ৷ শুরু হয় জেরা ৷

তাঁর কাছে আগ্নেয়াস্ত্র কী করে এল ? এমনকী একে-47 এর কার্তুজ তাঁর কাছে কেন ? এমন একাধিক প্রশ্ন করা হয় শেরিংকে ৷ সেখানেই শেরিং জানান, তিনি ভুটান সেনার অবসরপ্রাপ্ত কর্মী ৷ কিন্তু, একজন বিদেশি হয়ে কীভাবে আগ্নেয়াস্ত্র বহন করছেন তিনি ? তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেখতে চান আধিকারিকরা ৷ কিন্তু, তাও দেখাতে পারেননি তাসি শেরিং ৷ এর পরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ এই ঘটনায় বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পরে ৷ আরও বাড়িয়ে দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তা ৷ প্রত্যেক যাত্রীর একাধিকবার তল্লাশি চলে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে ভারতের ভুটান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ নিয়ে ৷

আরও পড়ুন:

  1. সুরক্ষায় ফস্কা গেরো ভিস্তারায় ! দুবাই বিমানের যাত্রীদের নিয়ে বড় 'ভুল' মুম্বই বিমানবন্দরে
  2. চূড়ান্ত নকশা, ভোল বদলাতে চলেছে বাগডোগরা বিমানবন্দরের
  3. সাধারণতন্ত্র দিবসে দিল্লি বিমানবন্দরে উড়ান নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে বন্ধ পরিষেবা

ABOUT THE AUTHOR

...view details