ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে দিল্লি বিমানবন্দরে উড়ান নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে বন্ধ পরিষেবা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 2:35 PM IST

Flights to Regulate at Delhi Airport: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে উড়ান নিয়ন্ত্রণ করা হবে দিল্লি বিমানবন্দরে ৷ তবে সেটি হবে নির্দিষ্ট সময়ে ৷ জেনে নিন কবে এবং কোন সময়ে বিমান ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ থাকবে রাজধানীতে ৷

Delhi Airport
দিল্লি বিমানবন্দর

নয়াদিল্লি, 20 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সকাল 10টা 20 মিনিট থেকে দুপুর 12 টা 45মিনিটের মধ্যে কোনও উড়ান ওঠানামা করবে না দিল্লি বিমানবন্দরে ৷ এই নির্দেশিকা জারি থাকবে 19 থেকে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পর্যন্ত ৷ এমনটাই একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে ।

পাশাপাশি দেশবাসী যখন 75তম সাধারণতন্ত্র দিবসের প্রস্তুত হচ্ছে তখন এই দিনটিকে ঘিরে আরও কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করছে দিল্লি পুলিশ ৷ দিল্লি পুলিশের তরফে শুক্রবার রাজধানীতে প্যারাগ্লাইডার, প্যারামোটর, হ্যাং গ্লাইডার, মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি), মনুষ্যবিহীন এয়ারক্রাফ্ট সিস্টেম (ইউএএস)-সহ এরিয়াল প্ল্যাটফর্মগুলির উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই নিষেধাজ্ঞাটি 18 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 29 দিন কার্যকর থাকবে ৷ যদি তার আগে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে না নেওয়া হয় ।

দিল্লি পুলিশ একটি বিবৃতিতে বলেছে, "খবর পাওয়া গিয়েছে যে কিছু অপরাধী বা সন্ত্রাসবাদীরা ভারতের প্রতি বিদ্বেষ থেকে অসামাজিক উপাদান যেমন, প্যারা-গ্লাইডার, প্যারা-- মোটর, হ্যাং গ্লাইডার, মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি), মনুষ্যবিহীন এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস), মাইক্রো-লাইট এয়ারক্রাফ্ট, দূর থেকে চালিত বিমান, হট এয়ার বেলুন, ছোট আকারের চালিত বিমান, কোয়াডকপ্টার বা এমনকী বিমান থেকে প্যারা-জাম্পিংয়ের মতো এরিয়েল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে সাধারণ জনগণ, বিশিষ্ট ব্যক্তিদের এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালাতে পারে । তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এরিয়েল প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "2024 সালের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে জাতীয় রাজধানী অঞ্চলের এখতিয়ারের উপর বিমান ওড়ানো, প্যারা-জাম্পিং এবং সেগুলির অনলাইন বিক্রয় করা ভারতীয় দণ্ডবিধির 188 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে ৷ যেহেতু নোটিশটি সকলকে আলাদা আলাদাভাবে দেওয়া যাবে না ৷ তাই নোটিশটি সবার জন্য জারি থাকবে ৷"

(সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে একাধিক বিমান ও 30টির বেশি ট্রেন
  2. 3 ঘণ্টার বেশি দেরি হলেই বিমান বাতিল করা যাবে, উড়ান সংস্থাকে অনুমতি ডিজিসিএ'র
  3. ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের

নয়াদিল্লি, 20 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সকাল 10টা 20 মিনিট থেকে দুপুর 12 টা 45মিনিটের মধ্যে কোনও উড়ান ওঠানামা করবে না দিল্লি বিমানবন্দরে ৷ এই নির্দেশিকা জারি থাকবে 19 থেকে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পর্যন্ত ৷ এমনটাই একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে ।

পাশাপাশি দেশবাসী যখন 75তম সাধারণতন্ত্র দিবসের প্রস্তুত হচ্ছে তখন এই দিনটিকে ঘিরে আরও কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করছে দিল্লি পুলিশ ৷ দিল্লি পুলিশের তরফে শুক্রবার রাজধানীতে প্যারাগ্লাইডার, প্যারামোটর, হ্যাং গ্লাইডার, মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি), মনুষ্যবিহীন এয়ারক্রাফ্ট সিস্টেম (ইউএএস)-সহ এরিয়াল প্ল্যাটফর্মগুলির উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এই নিষেধাজ্ঞাটি 18 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 29 দিন কার্যকর থাকবে ৷ যদি তার আগে নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে না নেওয়া হয় ।

দিল্লি পুলিশ একটি বিবৃতিতে বলেছে, "খবর পাওয়া গিয়েছে যে কিছু অপরাধী বা সন্ত্রাসবাদীরা ভারতের প্রতি বিদ্বেষ থেকে অসামাজিক উপাদান যেমন, প্যারা-গ্লাইডার, প্যারা-- মোটর, হ্যাং গ্লাইডার, মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি), মনুষ্যবিহীন এয়ারক্রাফট সিস্টেম (ইউএএস), মাইক্রো-লাইট এয়ারক্রাফ্ট, দূর থেকে চালিত বিমান, হট এয়ার বেলুন, ছোট আকারের চালিত বিমান, কোয়াডকপ্টার বা এমনকী বিমান থেকে প্যারা-জাম্পিংয়ের মতো এরিয়েল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে সাধারণ জনগণ, বিশিষ্ট ব্যক্তিদের এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালাতে পারে । তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এরিয়েল প্ল্যাটফর্মগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "2024 সালের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে জাতীয় রাজধানী অঞ্চলের এখতিয়ারের উপর বিমান ওড়ানো, প্যারা-জাম্পিং এবং সেগুলির অনলাইন বিক্রয় করা ভারতীয় দণ্ডবিধির 188 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে ৷ যেহেতু নোটিশটি সকলকে আলাদা আলাদাভাবে দেওয়া যাবে না ৷ তাই নোটিশটি সবার জন্য জারি থাকবে ৷"

(সংবাদ সংস্থা-এএনআই)

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে একাধিক বিমান ও 30টির বেশি ট্রেন
  2. 3 ঘণ্টার বেশি দেরি হলেই বিমান বাতিল করা যাবে, উড়ান সংস্থাকে অনুমতি ডিজিসিএ'র
  3. ঘন কুয়াশায় ব্যাহত পরিষেবা! দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর আগে যাত্রীদের যোগাযোগের পরামর্শ কর্তৃপক্ষের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.