পশ্চিমবঙ্গ

west bengal

তিক্ততার অবসান! বিশ্বভারতীর আমন্ত্রণে কর্মসংস্থান নিয়ে আলোচনায় অমর্ত্য

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 4:08 PM IST

Updated : Apr 10, 2024, 5:03 PM IST

Visva-Bharati Video Conference: বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগারে 'অশোক রুদ্র মেমোরিয়াল লেকচার'-এর আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিদেশ থেকে একটি ভিডিও বার্তা পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷

Amartya Sen
বিশ্বভারতীর আমন্ত্রণে ভিডিও কনফারেন্সে যোগ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

বিশ্বভারতীর আলোচনা সভায় ভিডিও বার্তা নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ৷

বোলপুর, 10 এপ্রিল: লোকসভা নির্বাচনের আবহে বিশ্বভারতী আয়োজিত আলোচনা সভায় উঠে এলে অর্থনীতিতে মৌলিক অধিকারের দাবি ৷ এই আলোচনা সভায় 'নব্য উদারবাদী পুঁজিবাদের অধীনে কর্মসংস্থান ও দারিদ্র্য' শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক। গত কয়েক বছর ধরে চলতে থাকা তিক্ততা ভুলে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ ভার্চুয়াল মাধ্যমে বিদেশ থেকে ভিডিও বার্তায় তিনি জানান, এই ধরনের আলোচনা আরও বেশি পরিমাণে হওয়া উচিত।

প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দায়িত্বে থাকার সময়ে 'প্রতীচী'র জমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দূরত্ব বাড়ে অধ্যাপক সেনের। সেই বিশ্বভারতীর আমন্ত্রণে বহুকাল পর সাড়া দিয়ে শান্তিনিকেতন নিয়ে স্মৃতিচারণ করলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ তিনি বলেন, "এই ধরনের আলোচনা খুব আবশ্যক। শান্তিনিকেতনে প্রভাত (বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক) গিয়েছে দেখে খুব ভাল লাগলো ৷ শান্তিনিকেতনে সেই 90 বছর আগে জন্মেছি। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই।"

অর্থনীতি বিভাগের উদ্যোগে বুধবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে 'অশোক রুদ্র মেমোরিয়াল লেকচার'-এর আয়োজন করা হয় ৷ এই আলোচনা সভায় 'নব্য উদারবাদী পুঁজিবাদের অধীনে কর্মসংস্থান ও দারিদ্র্য' শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক প্রভাত পট্টনায়ক। তিনি অমর্ত্য সেনের ছাত্র ছিলেন ৷ এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিদেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বিশ্বভারতীর আশ্রমিক ছাত্র প্রভাত পট্টনায়ককেও স্বাগত জানান তিনি।

লোকসভা নির্বাচনের আবহে অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়কের বক্তব্যে উঠে আসে দেশের কৃষিক্ষেত্রে জিডিপি, কর্মসংস্থানের অভাব, স্বাস্থ্য ও শিক্ষার খাতে বেসরকারীকরণ বৃদ্ধি, নূন্যতম রোজগার, অর্থনৈতিক মৌলিক অধিকারের মতো বিষয়গুলি ৷ তিনি বলেন, "আমাদের দেশে কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্যের অনেক অনেক কারণ আছে ৷ তার মধ্যে অন্যতম শিক্ষা ও স্বাস্থ্যে বেসরকারীকরণ। এই বেসরকারীকরণ খুব ক্ষতিকর। মানুষের নূন্যতম রোজগারে নজর দিতে হবে। এর জন্য চাই ফান্ডামেন্টাল ইকোনমিক রাইট।" পাশাপাশি এই আলোচনাসভায় কেন্দ্রীয় সরকারের বেশ কিছু নীতিগত ত্রুটির কথাও উঠে আসে।

আরও পড়ুন:

  1. 'নির্বাচনী বন্ড বাতিলে বৃহত্তর ক্ষেত্রে স্বচ্ছতা আসবে', সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বার্তা অমর্ত্য সেনের
  2. মামলায় জয়ী অমর্ত্য সেন, প্রতীচী থেকে উচ্ছেদ করা যাবে না বলে জানাল সিউড়ি আদালত
  3. বঙ্গে সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি দরকার, রাম মন্দির উদ্বোধনের আবহে অমর্ত্য-উবাচ
Last Updated :Apr 10, 2024, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details