ETV Bharat / state

বঙ্গে সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি দরকার, রাম মন্দির উদ্বোধনের আবহে অমর্ত্য-উবাচ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 6:34 PM IST

Updated : Jan 13, 2024, 6:19 AM IST

Amartya Sen
অমর্ত্য সেন

Amartya Sen wants Communal Harmony in WB: 'ধর্মনিরপেক্ষতার' প্রশ্ন এখন রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্ত স্তরে । সেই সময় দাঁড়িয়ে ধর্মীয় কুসংস্কারমুক্ত বাংলা গড়ার পরামর্শ নোবেলজয়ী অমর্ত্য সেনের ৷ পড়ুন ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায়ের বিশেষ রিপোর্ট ৷

বোলপুর, 12 জানুয়ারি: "বাংলায় ধর্মনিরপেক্ষতার পক্ষে আরও শক্তিশালী প্রতিরক্ষা প্রয়োজন ।" বিস্ফোরক মন্তব্য করে বাংলাকে 'ধর্মনিরপেক্ষতার পক্ষে' দাঁড়ানোর পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । এখন রামমন্দির উদ্বোধন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সমস্ত স্তরেই 'ধর্মনিরপেক্ষতার' প্রশ্নে তরজা চলছে । সেই সময় অমর্ত্য সেনের 'বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি প্রয়োজন' মন্তব্য যে তাৎপর্যপূর্ণ তা বলাইবাহুল্য ।

বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক তথা বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে একটি ইমেল করেন ৷ ইমেলে দেশ তথা রাজ্যের বর্তমান পরিস্থিত সংক্রান্ত বেশ কিছু বিষয় জানতে চান ও পরামর্শ চান ৷ সেই সংক্রান্ত একটি ইমেলে বর্ষীয়াণ অর্থনীতিবিদ সুদীপ্তবাবুকে জানান, "আজ বাংলার প্রধান ইস্যু হল ধর্মনিরপেক্ষতার পক্ষে দাঁড়ানো । যার শক্তিশালী প্রতিরক্ষার প্রয়োজন । দীর্ঘ ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য থাকা সত্ত্বেও কখনও কখনও তা পায় না । বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িকতা মুক্ত রাজনীতি দরকার । ধর্মনিরপেক্ষ রাজনীতির শক্তিকে হারিয়ে যেতে দেওয়া ভুল হবে । সবচেয়ে বড় কথা, বাংলার ঐক্যবদ্ধ পরিচয়কে হারাতে হবে না ।"

ইমেলে স্মৃতিচারণ করে অধ্যাপক অমর্ত্য সেন আরও লেখেন, "আমি আমার দাদামশাই ক্ষিতীমোহন সেনের কথা ভাবছিলাম । তিনি ব্যখ্যা করেছিলেন যে হিন্দু-মুসলমান ঐক্যের গুরুত্ব একে অপরকে সহ্য করা নয় ৷ বরং হিন্দু-মুসলমান একসঙ্গে কাজ করার বিষয়ে ৷ যেমন সমৃদ্ধ সাহিত্য নির্মাণ, প্রধান স্থাপত্য, ব্যতিক্রমী শৈল্পিকতা প্রভৃতি ।"

উল্লেখ্য, 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন । তাকে ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে জল্পনা তুঙ্গে । শাসক-বিরোধী তরজা চলছে ৷ ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে । সেই সময় দাঁড়িয়ে বর্ষীয়ান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'বাংলায় ধর্মীয় সাম্প্রদায়িক মুক্ত রাজনীতির প্রয়োজন' থেকে শুরু করে 'বাংলায় ধর্মনিরপেক্ষতার পক্ষে শক্তিশালী প্রতিরক্ষার প্রয়োজন' মন্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাইবাহুল্য ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. ভিয়েতনামে অমর্ত্যর লেখা ছাপানো গেঞ্জি বিকোচ্ছে মার্কিন মুলুকে, টুইট অর্থনীতিবিদ কৌশিক বসুর
  2. হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ অমর্ত্য সেনের
  3. বয়স হয়েছে চুপচাপ বসুন, অসহিষ্ণুতা নিয়ে সরব অর্মত্যকে কটাক্ষ দিলীপের
Last Updated :Jan 13, 2024, 6:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.