পশ্চিমবঙ্গ

west bengal

মুড়িগঙ্গার উপর তৈরি হবে 'গঙ্গাসাগর সেতু', বাজেটে বরাদ্দ 1200 কোটি

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 10:48 PM IST

Gangasagar Bridge: দক্ষিণ 24 পরগনার বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ! বাজেটে মমতা তাঁদের মুড়িগঙ্গার উপর নতুন সেতু উপহার দিলেন ৷

মুড়িগঙ্গার উপর তৈরি হবে 'গঙ্গাসাগর সেতু'
Gangasagar Bridge

কলকাতা, 8 ফেব্রুয়ারি: রাজ্যের গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র গঙ্গাসাগর। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ জল পেরিয়ে সাগর দ্বীপে যান মকর সংক্রান্তিতে স্নানের জন্য। লাখো লাখো মানুষ আসেন কপিলমুনির আশ্রমে। কিন্তু সাগর দ্বীপে আসা মানুষকে জলপথ পেরিয়ে আসতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা থেকে তীর্থযাত্রীদের মুক্তি দিতে বহুদিন ধরে কেন্দ্রের কাছে গঙ্গাসাগরে একটি ব্রিজ তৈরির জন্য আবেদন জানিয়েছিল রাজ্য। তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে সাড়া না-পাওয়ায় রাজ্য সরকার নিজের উদ্যোগে এই ব্রিজ তৈরি করতে চায় বলে জানিয়েছিলেন মমতা। অবশেষে বৃহস্পতিবার রাজ্য বাজেটে সেই ব্রিজ তৈরির বিষয়টি ঘোষণা করল রাজ্য।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ তৈরি করবে রাজ্য সরকার। এর জন্য 1200 কোটি টাকা খরচ হবে।তিন বছরের মধ্যে এই সেতু তৈরির কাজ সম্পন্ন হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুড়িগঙ্গার উপরে তৈরি হওয়া এই সেতুর নাম দেওয়া হচ্ছে গঙ্গাসাগর সেতু। মোট খরচ1200 কোটি টাকা হলেও এবছর 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যে যেমন কৃষক সেতু রয়েছে একইভাবে তৈরি করা হচ্ছে শিল্প সেতুও।

দামোদর নদের উপর বর্তমানে যে সেতুটি রয়েছে তার নাম কৃষক সেতু। সাম্প্রতিক সময় বর্ধমান, বীরভূম, দুর্গাপুর-সহ বিভিন্ন অঞ্চলে শিল্পপতিরা বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছেন। কাজেই যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজন হয়ে পড়েছে আরও একটি সেতু ৷ বর্তমানের কৃষক সেতুর উপর চাপ কমাতেই বিকল্প এই সেতুটি তৈরি করা হচ্ছে।

বাজেট পেশের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পূর্ব বর্ধমান জেলায় দামোদর নদের উপর আরও একটি সেতু তৈরি হচ্ছে। এই সেতুর নাম দেওয়া হচ্ছে শিল্প সেতু। 4 লেন বিশিষ্ট 640 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হবে 246 কোটি টাকা। 3 বছরের মধ্যে সেতু নির্মাণের লক্ষ্যমাত্রা রাখছে রাজ্য সরকার। চলতি অর্থবর্ষে এজন্য বরাদ্দ রাখা হয়েছে 100 কোটি টাকা।

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগরের পথে শ'য়ে শ'য়ে পুণ্যার্থী, মুড়িগঙ্গা নদীতে আটকে গেল যাত্রীবোঝাই ভেসেল
  2. চলছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি, শুরু মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ
  3. পলি পড়ে কমছে মুড়িগঙ্গার নাব্যতা, ভাটার সময় জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

ABOUT THE AUTHOR

...view details