পশ্চিমবঙ্গ

west bengal

ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 4:07 PM IST

Updated : Jan 27, 2024, 5:07 PM IST

Congress over Mamata Banerjee: ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে আগামিকাল ৷ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল কংগ্রেস ৷ এদিকে প্রবীণ কংগ্রেস সাংসদ শশী থারুর মনে করেন, তৃণমূল সুপ্রিমো এখনও 'ইন্ডিয়া' জোটেই রয়েছেন ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ কংগ্রেসের

কলকাতা ও নয়াদিল্লি, 27 জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচন ৷ এদিক ভাঙন ধরেছে বিরোধী 'ইন্ডিয়া' জোটে ৷ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জোট থেকে দূরত্ব তৈরি করেছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্যে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ আগামিকাল সেই যাত্রা ফের শুরু হবে ৷ তার আগে আজ কংগ্রেস ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যায় যাত্রায় সামিল থাকার আমন্ত্রণ জানাল ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে কংগ্রেসের এই যাত্রা যেন নিরাপদে সম্পন্ন হয়, তাঁর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেসের অশীতিপর সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

অন্যদিকে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে রাজ্যসভা সাংসদ তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই বলেছেন, তিনি বিজেপিকে হারানোকে প্রাধান্য দেন ৷ এই এক কথাই বলেছে কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট ৷ এখন, আগামিকাল ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হবে ৷ আমরা খুবই আনন্দ পাব, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি এই যাত্রায় হাজির হন ৷" আরেকদিকে এদিনই কংগ্রেসের প্রবীণ নেতা তথা লোকসভা সাংসদ শশী থারুরও একই সুরে কথা বললেন ৷ তিনি ঘনিষ্ঠ মহলে বলেন, "আমরা মনে করি মমতা এখনও 'ইন্ডিয়া' জোটে এই আছেন ৷"

এদিকে এই সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কংগ্রেস যতগুলি আসন চাইছে, তা দেওয়া সম্ভব নয় ৷ পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে ৷ এই কথা অবশ্য তিনি আগেও বলেছেন ৷ এমনকী রামমন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলে মমতা বলেন, "'ইন্ডিয়া' নামটা আমিই দিয়েছি ৷ কিন্তু খুব দুঃখ হয়, যখন জোটের বৈঠকে গিয়ে দেখি সিপিএম বৈঠকটা নিয়ন্ত্রণ করছে ৷ বৈঠকে যোগ্য সম্মান পাই না ৷" এর পাশাপাশি কংগ্রেসের আসন নিয়ে তিনি বলেন, "300 আসনে কংগ্রেস লড়াই করুক ৷ আমরা সাহায্য করব ৷ ওরা বলছে আমাদের যা ইচ্ছা আমরা তাই করব ৷"এই টানাপোড়েনের সময়ও জয়রাম রমেশ বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অন্যতম স্তম্ভ ৷" এর মধ্যেই এই সপ্তাহে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাগঠবন্ধন সরকার ভেঙে ফের এনডিএ শিবিরে যোগ দেবেন বলে জল্পনা চলছে ৷

লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি ৷ তার আগে এই টালমাটাল পরিস্থিতিতে জয়রাম রমেশ বলেন, "রাজ্য স্তরে আমাদের মধ্যে সমস্যা থাকতেই পারে ৷ কিন্তু এই জোট একসঙ্গেই থাকবে ৷ এই জোটের অন্যতম স্থপতি বিহারের মুখ্যমন্ত্রী ৷ আরেকজন স্থপতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ তাঁরা জানেন এটা জাতীয় স্তরের জোট ৷ এখানে জাতীয় ইস্যুগুলিকে ছাপিয়ে আঞ্চলকি ইস্য়ু উঠে আসবে না ৷ জাতীয় ইস্যুগুলি অগ্রাধিকার পাবে ৷"

আরও পড়ুন:

  1. কংগ্রেসের অনমনীয়তাই কি ‘ইন্ডিয়া’র বিভাজনের পথ প্রশস্ত করছে !
  2. রাহুলের ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ জয়রামের, নমণীয় কংগ্রেস
  3. জোট নিয়ে কংগ্রেসের ঘাড়ে দায় চাপিয়ে বাংলায় একা লড়ার ঘোষণা মমতার
Last Updated :Jan 27, 2024, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details