পশ্চিমবঙ্গ

west bengal

জাল নথি ব্যবহার করে অভিযুক্তের জামিন! সিআইডির হাতে গ্রেফতার আইনজীবী নিলৎপল মণ্ডল

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 3:28 PM IST

Advocate Arrested after using fake documents of Cal HC: কলকাতা হাইকোর্টের জাল নথি ব্যবহার করে অভিযুক্তকে জামিন দেওয়া হয় ৷ ঘটনায় যুক্ত থাকার অপরাধে সিআইডি'র হাতে গ্রেফতার কান্দি আদালতের আইনজীবী নিলোৎপল মণ্ডল ৷

Etv Bharat
Etv Bharat

মুর্শিদাবাদ, 14 মার্চ: হাইকোর্টের জাল নথি ব্যবহার করে জামিন ! তায় আবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীর জামিন । আর সেই ঘটনার জেরে এবার কান্দি মহকুমা আদালতের আইনজীবী নীলৎপল মণ্ডলকে গ্রেফতার করল সিআইডি ৷ জানা গিয়েছে, তিনি কান্দি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে ছিলেন ।

মঙ্গলবার রাতে সিআইডি ওই আইনজীবীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে আইনজীবীকে তিন দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ একই সঙ্গে তাঁর জামিনের আবেদনও খারিজ করা হয়েছে ৷ সেই খবর সংগ্রহ করতে গিয়ে কান্দি মহকুমা আদালতে হেনস্থার শিকার হয়েছেন সংবাদ কর্মীরা । অভিযোগ, আইনজীবীরা খবর সংগ্রহে বাধা দেন ৷ পাশাপাশি একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্মীকেও মারধর করেন আইনজীবীরা, এমন অভিযোগও উঠেছে । গুরুতর আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক ।

এর আগে এই ইস্যুতে একজন আইনজীবীকে গ্রেফতার করেছিল সিআইডি । এবার ফের আরও এক আইনজীবীকে গ্রেফতার করল সিআইডি ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে সিআইডি ৷ প্রসঙ্গত, 2025 সালে ভরতপুরে আশরফ শেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লালুকে। 2018 সালে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে কান্দি আদালত। 2021 সালে হাইকোর্টের জাল নথি দেখিয়ে জামিন নেওয়ার অভিযোগ ওঠে লালুর বিরুদ্ধে। পরে সেই লালুকে ফের গ্রেফতার করে সিআইডি।

লালুকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আইনজীবীদের নাম। বুধবার কান্দি মহকুমা আদালতে ধৃতদের পেশ করে তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় ৷ আইনজীবী নীলৎপল মণ্ডলকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন:

  1. লুচি-আলুপোস্তা আর মিষ্টি দইয়ের মতো মিটিং-মিছিলও বাঙালির সংস্কৃতি, কটাক্ষ হাইকোর্টের প্রধান বিচারপতির
  2. বৃহস্পতির বারবেলায় সিবিআই হাজিরা শাহাজাহানের ভাই আলমগীর-সহ 7 জনের

ABOUT THE AUTHOR

...view details