ETV Bharat / state

বৃহস্পতির বারবেলায় সিবিআই হাজিরা শাহাজাহানের ভাই আলমগীর-সহ 7 জনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 11:40 AM IST

CBI Summons Shahjahan's Brother Alamgir: ন্যাজাট থানা এলাকায় ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীর সমেত 7 জনকে আজই হাজিরার নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷

ETV Bharat
সিবিআই হেফাজতে সন্দেশখালির মাস্টারমাইন্ড শেখ শাহজাহান

কলকাতা, 14 মার্চ: কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে থাকা শাহজাহানের ভাই আলমগীরকে তলব করল সিবিআই ৷ 5 জানুয়ারি সন্দেশখালিতে ইডি-র উপর আক্রমণ চালানোর ঘটনায় আলমগীর ছাড়া আরও 6 জনকে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছে সিবিআই ৷ জানুয়ারি মাসে রেশন দুর্নীতি কাণ্ডে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি ৷ সেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে ৷ ঘটনাটি ঘটে ন্যাজাট থানা এলাকায় ৷

এই ঘটনায় ওই আধিকারিকদের সঙ্গে ঠিক কী করা হয়েছিল এবং কেন তাঁদের আক্রমণ করা হল, তা জানার জন্যই আজ শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ মোট 7 জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে সাত জনকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে ৷

গত 29 ফেব্রুয়ারি ভোরে শেখ শাহজাহানের গ্রেফতারির খবর সামনে আসে ৷ বর্তমানে শেখ শাহজাহান-সহ তার ঘনিষ্ঠ তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ ধৃত দিদার বক্স মোল্লাা, জিয়ারুল মোল্লাকে জেরা করে বহু তথ্য পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে গত 7-8 মার্চ সিবিআইয়ের একটি দল শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে যায় ৷ তার বাড়ির তালা ভেঙে সেখানে ঢোকেন তদন্তকারীরা ৷ সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেন্সিক টিম এবং আক্রান্ত দুই ইডি আধিকারিক ৷ এরপর ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই 'সিল' করা শেখ শাহজাহানের হলুদ রঙের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা ৷

এদিকে আজই শেখ শাহজাহানের সিবিআই হেফাজতের দিন শেষ হচ্ছে ৷ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাকে আবারও নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই ৷

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি তদন্তে ফের শাহজাহানের ডেরায় ইডি, চলছে ম‍্যারাথন তল্লাশি
  2. আহত ইডি আধিকারিকের মুখোমুখি শাহজাহান
  3. হাইকোর্টের নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার শাহজাহান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.