পশ্চিমবঙ্গ

west bengal

সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের - CBI Sandeshkhali

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 7:39 PM IST

Updated : Apr 26, 2024, 9:52 PM IST

CBI Raids in Sandeshkhali: সন্দেশখালিতে তল্লাশি চালিয়ে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিবিআই। শুক্রবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ৷

CBI seizes arms
সন্দেশখালি থেকে বিদেশি রিভলবার-সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআইয়ের

কলকাতা, 26 এপ্রিল: শেখ শাহজাহানের ডেরা থেকে বিপুল অস্ত্রের হদিশ পেল সিবিআই ৷ শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানাল সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এদিন তল্লাশির পর তিনটি বিদেশি রিভলবার, একটি দেশীয় রিভলভার, একটি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, 120টি নাইন এমএম বুলেট, 0.45 ক্যালিবার কার্তুজ, নাইন এমএম ক্যালিবার কার্তুজ, 0.380 কার্তুজ, 0.32 কার্তুজ মিলেছে ৷ প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান সম্পর্কিত একাধিক অপরাধমূলক নথিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। দেশী বোমা মিলেছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ৷ পাশাপাশি, তল্লাশিতে এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা এনএসজির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে সিবিআই ৷

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অপারেশন শেষে সিবিআইয়ের তরফে জানানো হল, সরবেড়িয়া থেকে কী ধরনের আগ্নেয়াস্ত্র এবং কী কী জিনিস উদ্ধার হয়েছে। সিবিআই জানিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশের ব্যবহারিত একটি আগ্নেয় অস্ত্র । পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র-সহ শাহজাহানের ছবি সমেত বেশ কয়েকটি পরিচয় পত্রও উদ্ধার হয়েছে ৷ সিবিআই জানিয়েছে, 50টি কার্তুজ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি বোমা তৈরির মসলা এবং সরঞ্জামও মিলেছে ৷

সিবিআইয়ের তরফ থেকে স্পষ্টভাবে উদ্ধার হওয়া সরঞ্জামের নাম উল্লেখ করেও জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে যে, শেখ শাহজাহানের ঘর থেকে কীভাবে পুলিশের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ? পুলিশের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র কখনও ছিনতাই করা হয়েছিল, নাকি এই ঘটনাতেও যুক্ত রয়েছে অন্য কোনও অভিসন্দি, তা-ও খতিয়ে দেখছে সিবিাইয়ের গোয়েন্দারা ৷ এই বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ঘটনাস্থল থেকে শেখ শাহজাহানের একটি ছবি লাগানো আইকার্ড উদ্ধারের পর গোটা বিষয়টি কার্যতা স্পষ্ট যে, এই আগ্নেয়াস্ত্র এবং বিদেশী অস্ত্র উদ্ধারের ঘটনায় সরাসরি যুক্ত ছিল শেখ শাহজাহান ।

আরও পড়ুন

'গুলি চালানো উচিত বাহিনীর, না হলে বন্দুকে মরচে পড়ে যাবে', বিতর্কিত মন্তব্য রাজু বিস্তার

সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র; ঘটনাস্থলে এনএসজি

Last Updated : Apr 26, 2024, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details