পশ্চিমবঙ্গ

west bengal

কর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়েছে তৃণমূল, থানার সামনে বিক্ষোভ বিজেপির - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 8:57 PM IST

Lok Sabha Election 2024: তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাণ্ডবেশ্বরের বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়েছে ৷ অভিযোগে, থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসল বিজেপি কর্মী-সমর্থকরা ৷

BJP worker's Protest
থানার সামনে বিক্ষোভ বিজেপির! (Etv Bharat)

দুর্গাপুর, 5 মে: আসানসোল লোকসভা এবং জামুড়িয়া বিধানসভার বিজেপি কর্মীদের বাড়িতে হানার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ রবিবার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের খোট্টাডিহি গ্রামে অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে এবং ওই এলাকায় চা-চক্রে যোগ দিতে আসার কথা ছিল আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দির সিং আলুওয়ালিয়ার। সেই মত বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা জমায়েতও করেন শ্যামলা গ্রামে। অভিযোগ আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বিজেপি কর্মীদের একাধিক বাড়িতে।

জামুরিয়া বিধানসভার বিজেপির কো-কনভেনার গৌতম মণ্ডলের অভিযোগ, "আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়াজির শ্যামলা গ্রামে একটি চা চক্রে যোগ দিতে আসার পাশাপাশি অসুস্থ আর বিজেপি কর্মীকে দেখতে আসার কথা ছিল। সেই মতো আমাদের কর্মীরা জমায়েত করেছিল। হঠাৎ, সিদ্ধার্থ রানা, অসিত মণ্ডল এবং যুধিষ্ঠির নামের বালি মাফিয়ারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালায়। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। আমাদের কাছে ভিডিয়ো আছে ৷ তাতে তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলার দেওয়ার হুমকিও দিয়েছে।"

এরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই দাবি করেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, খোট্টাডিহি এলাকায় বেআইনি বালিরঘাট চালায় যুধিষ্ঠির। পুলিশ দাঁড়িয়ে থেকে এদেরকে মদত দিচ্ছে আর এরা বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করছে বলেও দাবি করেছে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।

গৌতম মণ্ডল বলেন, "পাণ্ডবেশ্বর থানার সামনে আমরা তাই অবস্থান বিক্ষোভ করছি। যতক্ষণ পর্যন্ত না এই থানার ওসিকে অপসারণ করা হবে প্রয়োজনে আমরা না খেয়ে মরব, কিন্তু এই থানার সামনে বসে থাকব।" ভোটের আগে অশান্ত খনি অঞ্চল পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা গ্রাম। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির কেউ তাদের কোনও কর্মসূচিতেই যাচ্ছে না। তাই মাইলেজ পেতে বিজেপির লোকেরা নাটক শুরু করেছে। এসএস আলুওয়ালিয়া নিশ্চিত হার জেনে এইসব নাটক করাচ্ছেন দলীয় কর্মীদেরকে দিয়ে, এমনটাও দাবি করেছে তৃণমূল।

আরও পড়ুন

বাজার চষে কিনলেন মাছ, গরম থেকে বাঁচতে কর্মীদের খাওয়ালেন ঠেকুয়া

ফের নির্বাচনী প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী, এবার জনসভা হাওড়া-হুগলিতে

ABOUT THE AUTHOR

...view details