পশ্চিমবঙ্গ

west bengal

বিরল সৌজন্য, লেনিনের জন্মদিনে আলিমুদ্দিনে গিয়ে বিমানের আশীর্বাদ নিলেন তাপস - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 9:30 PM IST

Tapas Roy Visit with Biman Bose: ভোটের ময়দানে সম্ভব সবকিছুই ৷ ভোটের আগে প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী তাপস রায়ও ৷ তারই মধ্যে সকলকে চমকে দিয়ে পৌঁছলেন আলিমুদ্দিন স্ট্রিটে ৷ আশীর্বাদ নিলেন প্রবীণ রাজনীতিক বিমান বসুর কাছ থেকে ৷

Tapas Roy Visit with Biman Bose
আলিমুদ্দিনে বিজেপি প্রার্থী তাপস রায়

Tapas Roy Visit with Biman Bose

কলকাতা, 22 এপ্রিল: কবি বলে গিয়েছেন 'মেলাবেন তিনি মেলাবেন' ৷ রাজনীতির ময়দানে আদর্শের মিল না থাকলেও মানবতাবোধের নিদর্শনে তাক লাগালেন বিজেপি প্রার্থী তাপস রায় ৷ লেনিনের জন্মদিনে আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে আশীর্বাদ নিতে গেলেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়।

সিপিএমের রাজ্য দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, "বিমান বসু রাজ্যের সবচেয়ে জৈষ্ঠ-সৎ-নিষ্ঠাবান রাজনৈতিক নেতা । আবার তিনি এই এলাকার একজন ভোটার ৷ তাই তাঁর কাছে নির্বাচনের আগে আশীর্বাদ নিতে এসেছিলাম।" পাশাপাশি তিনি জানান, উত্তর কলকাতার গুণী সম্মানীয় বিভিন্ন ব্যক্তিদের কাছে যেমন যাচ্ছেন তেমনই বিমান বসুর কাছেও এসেছিলেন ৷ তাপস রায় আরও বলেন, "কোন রাজনৈতিক কথা বা পরামর্শ হয়নি। এত গরমে প্রচার সংক্রান্ত কথা হয়েছে। আদালতের চাকরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও কথা হয়নি । প্রবীণ নেতা উনি। এরকম ঘটনা তো রাজ্যে কেন, দেশে কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি ৷ এসব দেখে তিনি বিধ্বস্ত ।"

বিজেপি প্রার্থী তাপস রায়ের আসা প্রসঙ্গে বিমান বসু বলেন, "আমার কাছে যে কোনও প্রার্থী আসতে পারেন। কারণ আমি এই কেন্দ্রের ভোটার। ভোটারের কাছে নিশ্চয়ই প্রার্থী আসতে পারেন। প্রার্থীর লোকও আসতে পারেন। তাপস রায় আজকে এসেছেন। আমি তাঁকে বললাম, আমার প্রার্থী আছেন। উত্তর কলকাতার বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। আমি ভোট দেব প্রদীপ ভট্টাচার্যকে। তবে, তিনি একজন রাজনৈতিক দলের প্রার্থী ৷ তাঁর শরীর স্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি।" এদিন আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসুর সঙ্গে প্রায় 10 মিনিটের মতো আলাপচারিত সারেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া তাপস রায় ৷ প্রদীপ ভট্টাচার্য ও তাপস রায়ের পাশাপাশি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details