পশ্চিমবঙ্গ

west bengal

'বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ', অভিষেকের নিশানায় অভিজিৎ

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 8:00 AM IST

Abhishek Banerjee on Abhijit Gangopadhyay: আগামিকাল, বুধবার বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি নিজেই সাংবাদিক বৈঠকে জানান, বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এবং তিনিও ৷ বিরোধী রাজনৈতিক দলটিতে যোগ দেওয়ার আগেই তৃণমূলের নিশানায় প্রাক্তন বিচারপতি ৷ কী বললেন অভিষেক ?

ETV Bharat
প্রাক্তন বিচারপতির মন্তব্যে বিতর্ক

কলকাতা, 6 মার্চ: বিচারপতির আসনে বসেই কি বিজেপির সঙ্গে যোগাযোগ ? ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার আগেই বিতর্কে জড়ালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি ইস্তফা দেওয়ার পরে সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলেন, "বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে ৷ যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, তাই আমি আদালতে বসিনি ৷ আমি ছুটি নিয়েছিলাম ৷" তাঁর এই বক্তব্যকে নিশানা করেছে তৃণমূল ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে পালটা অভিযোগ করেছেন, তিনি বিচারপতির আসনে বসে শুনানি করার সময়ই তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল ৷ এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর সাংবাদিক বৈঠকে অভিষেকের নাম না নিয়ে একাধিকবার তাঁকে 'তালপাতার সেপাই' বলে উল্লেখ করেন ৷

অন্যদিকে এদিনই ব্রিগেডে জনগর্জন সভার কাজকর্ম খতিয়ে দেখতে গিয়েছিলেন ডায়মন্ডহারবারের লোকসভা সাংসদ অভিষেক ৷ সেখানে তিনি প্রাক্তন বিচারপতি সম্পর্কে বলেন, "একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ৷ হয়তো মুখ ফস্কেই বলে দিয়েছেন ৷ কিন্ত সত্যিটা বলেছেন বলে আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি ৷ উনি বলেছেন, আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করেছে ৷ এটা খুব ইন্টারেস্টিং ৷ আপনাকে দু'টি লাইনের মধ্যে লুকিয়ে থাকা অর্থটি বুঝে নিতে হবে ৷ তার মানে তিনি স্পষ্ট করে বলছেন, আমি যখন বিচারব্যবস্থায়, বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি, বা আমার এজলাসে যে মামলাগুলির শুনানি হয়েছে, সেই সময় বিজেপির সঙ্গে আমার যোগাযোগ ছিল, বা আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি ৷"

তিনি আরও বলেন, "আমি যেটুকু দেখেছি বা সংবাদমাধ্য়মে যেটুকু শুনেছি আমার দু'তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে ৷ বিজেপির নেতারা আমার নাম নেয় না, ভাববাচ্যে কথা বলে ৷ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ভাববাচ্যে কথা বলেছেন ৷ আমার নাম নেননি ৷"

আরও পড়ুন:

  1. তালপাতার সেপাই! ডায়মন্ডহারবারে দাঁড়ালে লক্ষ ভোটে হারাব; অভিষেককে কটাক্ষ অভিজিতের
  2. জাস্টিস জোকারে পরিণত হবেন, কটাক্ষ অধীরের; অভিজিতের সিদ্ধান্তে না-খুশ বাকিরাও
  3. আগুনের পরশমণি ছুঁয়ে 'বাংলাকে বাংলা' করার লক্ষ্যে রাজনীতির ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ

ABOUT THE AUTHOR

...view details