ETV Bharat / state

জাস্টিস জোকারে পরিণত হবেন, কটাক্ষ অধীরের; অভিজিতের সিদ্ধান্তে না-খুশ বাকিরাও

Abhijit Gangopadhyay Joins BJP: রাজনীতির পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন বিচারপতির বিজেপি-যোগের সিদ্ধান্তে কটাক্ষ ছুঁড়ে দিল বাকি রাজনৈতিক দলগুলি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 9:03 PM IST

Updated : Mar 5, 2024, 10:14 PM IST

Etv Bharat
Etv Bharat
জাস্টিস জোকারে পরিণত হবেন, কটাক্ষ অধীরের

কলকাতা, 5 মার্চ: বিচারের দুনিয়া ছেড়ে রাজনৈতিক ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আনুষ্ঠানিকভাবে যোগদান এখনও না-হলেও জানিয়ে দিয়েছেন, তাঁর পরবর্তী গন্তব্য ভারতীয় জনতা পার্টি ৷ আগামী লোকসভা ভোটে তিনি পদ্মের প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে ৷ সাংবাদিক সম্মেলনে শুধু নিজের বিজেপি-যাত্রার কথাই জানাননি, একহাত নিয়েছেন বাকি রাজনৈতিক দলগুলিকেও ৷

একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের প্রশাসনিক প্রধানের পদেও দেখতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । যদিও প্রাক্তন বিচারপতির বিজেপি-যোগের জল্পনায় সিলমোহর পড়ার পরেই সুর বদলেছেন কংগ্রেস নেতা ৷ কটাক্ষ করে অভিজিৎ বলেছিলেন, ‘‘কংগ্রেস পারিবারিক জমিদারি ।’’ বিধানভবনে পালটা কটাক্ষ ছুঁড়ে দিলেন অধীরও । তাঁর কথায়, ‘‘রাজনৈতিক জোকারে পরিণত হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।’’

অধীর আরও বলেন, ‘‘উনি তো আইনের বইপত্র পড়ছেন । এবার রাজনীতির বই পড়বেন । আবার বিজেপির হয়ে রাজনীতি করবেন । কত ধানে কত চাল এবার বুঝবেন । তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হবে । তিনি তো বুঝিয়ে দিলেন, বিচারক হয়েও রাজনৈতিক দিকে ঝোঁক ছিল ।’’

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘সংবাদমাধ্যম তাঁকে ঈশ্বর তৈরি করেছে । আমরা যারা সংসদীয় রাজনীতি মাঠে থেকে করি, আমরা বুঝি সেই কর্মকাণ্ড কতটা কঠিন । মানুষ সব থেকে বেশি রাজনৈতিক ব্যক্তিদের গালি দেয়, সব থেকে বেশি তাঁদের স্তাবকতা করেন । তাঁদের কাছেই মানুষের সবথেকে বেশি প্রত্যাশা থাকে । এখন মানুষের স্বার্থে কাজ করতে চাইছেন । আসুন আমরা গ্যাস চেম্বারে একসঙ্গে বসি, দেখুন কেমন লাগে ।’’

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, আমাদের দেশের সংবিধানে বিচারব্যবস্থার গুরুত্ব অপরিসীম । বিচারপতি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই কোনও রাজনৈতিক দলের হয়ে জড়িয়ে গেলেন, এটা বেঠিক । এর আগেও রঞ্জন গগৈ বিজেপিকে সুবিধা করে দিয়েছে বলে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে । অন্য কোনও বিচারপতিকে রাজ্যপাল করেছে । এটা বিচারব্যবস্থাকে কলুষিত করে । সংবিধানের মূলমন্ত্রকে খর্ব করে । কোনও সন্দেহ নেই । অবসরের পর বা অবসরের ঠিক আগে কোনও রাজনৈতিক দলে চলে যাওয়াটা যথার্থ নয় ।

ডিওয়াইএইআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘একজন ব্যক্তির যেকোনও রাজনৈতিক দলে যোগদান করার পূর্ণ অধিকার আছে । কিন্তু সাম্প্রতিককালে বিজেপি যেভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেশজুড়ে শাসন ব্যবস্থা কায়েম করছে ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন বিচারপতি যদি তাঁর নিজের দায়বদ্ধতা ভুলে গিয়ে বিজেপিতে যোগ দেন তাহলে সেটা রাজ্য তথা দেশের পক্ষে কতটা ভালো হবে তা আমার জানা নেই ।’’

আরও পড়ুন:

জাস্টিস জোকারে পরিণত হবেন, কটাক্ষ অধীরের

কলকাতা, 5 মার্চ: বিচারের দুনিয়া ছেড়ে রাজনৈতিক ময়দানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আনুষ্ঠানিকভাবে যোগদান এখনও না-হলেও জানিয়ে দিয়েছেন, তাঁর পরবর্তী গন্তব্য ভারতীয় জনতা পার্টি ৷ আগামী লোকসভা ভোটে তিনি পদ্মের প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে বিভিন্ন মহলে ৷ সাংবাদিক সম্মেলনে শুধু নিজের বিজেপি-যাত্রার কথাই জানাননি, একহাত নিয়েছেন বাকি রাজনৈতিক দলগুলিকেও ৷

একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের প্রশাসনিক প্রধানের পদেও দেখতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী । যদিও প্রাক্তন বিচারপতির বিজেপি-যোগের জল্পনায় সিলমোহর পড়ার পরেই সুর বদলেছেন কংগ্রেস নেতা ৷ কটাক্ষ করে অভিজিৎ বলেছিলেন, ‘‘কংগ্রেস পারিবারিক জমিদারি ।’’ বিধানভবনে পালটা কটাক্ষ ছুঁড়ে দিলেন অধীরও । তাঁর কথায়, ‘‘রাজনৈতিক জোকারে পরিণত হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।’’

অধীর আরও বলেন, ‘‘উনি তো আইনের বইপত্র পড়ছেন । এবার রাজনীতির বই পড়বেন । আবার বিজেপির হয়ে রাজনীতি করবেন । কত ধানে কত চাল এবার বুঝবেন । তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হবে । তিনি তো বুঝিয়ে দিলেন, বিচারক হয়েও রাজনৈতিক দিকে ঝোঁক ছিল ।’’

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘সংবাদমাধ্যম তাঁকে ঈশ্বর তৈরি করেছে । আমরা যারা সংসদীয় রাজনীতি মাঠে থেকে করি, আমরা বুঝি সেই কর্মকাণ্ড কতটা কঠিন । মানুষ সব থেকে বেশি রাজনৈতিক ব্যক্তিদের গালি দেয়, সব থেকে বেশি তাঁদের স্তাবকতা করেন । তাঁদের কাছেই মানুষের সবথেকে বেশি প্রত্যাশা থাকে । এখন মানুষের স্বার্থে কাজ করতে চাইছেন । আসুন আমরা গ্যাস চেম্বারে একসঙ্গে বসি, দেখুন কেমন লাগে ।’’

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, আমাদের দেশের সংবিধানে বিচারব্যবস্থার গুরুত্ব অপরিসীম । বিচারপতি অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই কোনও রাজনৈতিক দলের হয়ে জড়িয়ে গেলেন, এটা বেঠিক । এর আগেও রঞ্জন গগৈ বিজেপিকে সুবিধা করে দিয়েছে বলে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে । অন্য কোনও বিচারপতিকে রাজ্যপাল করেছে । এটা বিচারব্যবস্থাকে কলুষিত করে । সংবিধানের মূলমন্ত্রকে খর্ব করে । কোনও সন্দেহ নেই । অবসরের পর বা অবসরের ঠিক আগে কোনও রাজনৈতিক দলে চলে যাওয়াটা যথার্থ নয় ।

ডিওয়াইএইআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘একজন ব্যক্তির যেকোনও রাজনৈতিক দলে যোগদান করার পূর্ণ অধিকার আছে । কিন্তু সাম্প্রতিককালে বিজেপি যেভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেশজুড়ে শাসন ব্যবস্থা কায়েম করছে ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন বিচারপতি যদি তাঁর নিজের দায়বদ্ধতা ভুলে গিয়ে বিজেপিতে যোগ দেন তাহলে সেটা রাজ্য তথা দেশের পক্ষে কতটা ভালো হবে তা আমার জানা নেই ।’’

আরও পড়ুন:

Last Updated : Mar 5, 2024, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.