পশ্চিমবঙ্গ

west bengal

হামিলের চোট, মিশন কেরালায় জয়ের অভ্যাস বজায় রাখতে চান হাবাস

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:49 PM IST

Mohun Bagan Super Giant in ISL: ইস্টবেঙ্গল ম্যাচ অতীত ৷ এবার ম্যাচ ধরে এগোতে চাইছেন মোহনবাগানের হেডস্যর আন্তেনিও হাবাস ৷ অ্যাওয়ে ম্যাচে কেরালাকে ‘বধ’ করেই ফের পয়েন্ট টেবিলের মগডালে উঠতে বদ্ধপরিকর গঙ্গাপাড়ের ক্লাব ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 12 মার্চ: ডার্বি জয়ের জনগর্জন এখনও থিতিয়ে যায়নি । এরই মধ্যে ‘আন্তেনিও লোপেজ হাবাস অ্যান্ড ব্রিগেডে’র চোখ মিশন কেরালায় । 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট । বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মঙ্গলবার রওনা হল সবুজ-মেরুন ব্রিগেড । কেরালার মাটিতে ইয়েলো আর্মির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া কার্যত সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের সামিল । হাবাসের কোচিংয়ে বদলে যাওয়া সুপার জায়ান্ট ব্রিগেড প্রতিকূল পরিবেশে জয় ছিনিয়ে নেওয়াকেই পাখির চোখ করতে চাইছে ।

গ্যালারি থেকে মাঠ, হলুদ রঙের প্লাবনে কুঁকড়ে যাওয়া নয় ৷ হাবাস বলছেন, হলুদের প্লাবন দেখে উদ্বুদ্ধ হওয়ার কথা । সবুজ-মেরুনের হেডস্যর বলেন, “কোচির পরিবেশে সমর্থকদের চিৎকারে আমাদের ছেলেদের উদ্বুদ্ধ হতে হবে । গ্যালারিতে এক হাজার লোক থাকার চেয়ে ভরা গ্যালারির সামনে খেলতে ভালো লাগে । আমরা পেশাদার । আমাদের এভাবেই বিষয়টি দেখতে হবে ৷”

শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে কেরালা । কিন্তু শেষ ম্যাচে 81 মিনিট পর্যন্ত 1-2 গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে কেরালা 4-2 গোলে জিতেছিল । ফলে কোচির মাঠ যেকোনও প্রতিপক্ষের কাছে দুঃস্বপ্নের । বিষয়টি জানেন বলেই বিশাল কাইথকে পাশে নিয়ে হাবাস বললেন, “ডার্বির থেকে এই ম্যাচটি মোটেই কম নয় । ওখানকার পরিবেশ, প্রতিপক্ষের চ্যালেঞ্জ কতটা কঠিন হতে পারে তা জানি । কিন্তু আমাদের নিজেদের শক্তি নিয়ে ভাবাও জরুরি । বুদ্ধি কাজে লাগিয়ে কীভাবে ম্যাচটা বের করা যাবে সেটা ভাবাই জরুরি ।”

ডার্বির আটচল্লিশ ঘণ্টার মধ্যে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামতে হচ্ছে । ক্রীড়াসূচির এই বিষয়টি নিয়ে কোনও অভিযোগ কিংবা অজুহাত তুলতে চান না সবুজ-মেরুন হেডস্যর । প্রস্তুতির সুযোগ বা ম্যাচ নিয়ে হোমওয়ার্ক করার সুযোগ না-মিললেও পেশাদারী মানসিকতায় বিষয়টি সামলাতে চাইছেন । তাহলে কি এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে চাইছে মোহনবাগান ? হাবাস জানালেন, কোনও ম্যাচেই ড্র বা হার নিয়ে ভাবি না । সব ম্যাচেই তিন পয়েন্ট পাওয়ার জন্য দল মাঠে নামাই। বুধবার জেতার জন্যই মাঠে নামবে দল । এখন প্রতিটি ম্যাচই জিততে হবে । তাহলেই জটিল অঙ্ক কষতে হবে না ৷

বুধবার মোহনবাগানে যেমন কেরালার প্রাক্তনী সাহাল আব্দুল সামাদ রয়েছেন, তেমনই কেরালায় রয়েছেন মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটাল । যদিও বিষয়টি পাত্তা দিতে রাজি নন হাবাস । কারণ তিনি প্রতিপক্ষের পুরো দলকে নিয়ে চিন্তা করেন । কোনও ব্যক্তিবিশেষকে নিয়ে কৌশল ঠিক করেন না । ব্র্যান্ডন হামিলের চোট রয়েছে । হাবাস বলছেন, ফুটবলারদের চোট-আঘাতের পরিস্থিতি এবং ফিটনেস জানার পরেই ম্যাচের দিন চূড়ান্ত একাদশ বেছে নেন । বুধবারও তাই করবেন । তবে শীর্ষে ওঠার পরেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে । তবে হাবাস সেই হাওয়ায় গা ভাসানোর বদলে প্রতিটি ম্যাচ ধরে এগোনোর তত্ত্বে বিশ্বাস রাখছেন ।

আরও পড়ুন:

  1. যুবভারতীতে ভারত-কুয়েত দ্বৈরথ, স্টিম্যাচের ‘অনুরোধে’ রাজি কল্যাণ
  2. ডার্বি জয়ে নির্লিপ্ত হাবাস, লিগ শিল্ডের বদলে ভাবনায় কেরালা ব্লাস্টার্স
  3. হাবাসের টোটকায় দুরন্ত বাগান, পেত্রাতোসদের ফুটবলে যুবভারতী ফের মোহনভারতী

ABOUT THE AUTHOR

...view details