পশ্চিমবঙ্গ

west bengal

ঘরের মাঠে পা হড়কালেন সঞ্জুরা, 'লাস্ট বল থ্রিলারে' রাজস্থান জয় গুজরাতের - IPL 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 6:55 AM IST

IPL 2024: চলতি আইপিএলে প্রথম হারের স্বাদ পেল রাজস্থান ৷ 196 রান তুলেও ঘরের মাঠে বুধবার গুজরাতের কাছে হারল তারা ৷ গুজরাতের হয়ে ব্যাট হাতে ম্যাচ জয়ের নায়ক অধিনায়ক শুভমন গিল এবং রশিদ খান ৷ শেষ বলে চার মেরে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন রশিদ ৷

Etv Bharat
Etv Bharat

জয়পুর, 11 এপ্রিল:প্রথম চার ম্যাচে যে রাজস্থান রয়্যালসকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, পঞ্চম ম্যাচে এসে পদস্খলন হল তাদের ৷ তাও আবার ঘরের মাঠে ৷ বুধবার প্রথমে ব্যাট করে প্রায় দু'শো রান তুলেও চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখল রয়্যালস ৷ শেষ বলে চার মেরে গুজরাত টাইটান্সকে জয় এনে দিলেন রশিদ খান ৷ রাজস্থানের দেওয়া 197 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তিন উইকেটে জয় পেল 2022-এর চ্যাম্পিয়নরা ৷

সোয়াই মান সিং স্টেডিয়ামে টস হেরে এদিন প্রথমে ব্যাটিং করে গোলাপি ব্রিগেড ৷ দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের ব্যর্থতা প্রকট হতে দেননি অধিনায়ক সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগ ৷ তৃতীয় উইকেটে এই দু'য়ের বিধ্বংসী ব্যাটিং রাজস্থানকে বড় রান তুলতে সাহায্য করে ৷ 7টি চার, 2টি ছয়ে 38 বলে ঝোড়ো 68 রানের ইনিংস আসে অধিনায়ক সঞ্জুর ব্যাটে ৷ পরাগ করেন 48 বলে 76 রান, মারেন 3টি চার ও 5টি ছক্কা ৷ শেষদিকে সিমরন হেটমেয়ারের 5 বলে অপরাজিত 13 রান রাজস্থানকে পৌঁছে দেয় 196 রানে (3 উইকেট) ৷

জবাবে দলের নয়া ব্যাটিং সেনসেশন সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দারুণ শুরু করেন শুভমন গিল ৷ তবেে ওপেনিং জুটিতে 62 রান ওঠার পরেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে যায় পশ্চিমের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ গিল ফেরেন 44 বলে 72 করে ৷ সুদর্শন করেন 35 রান ৷ গুজরাতকে ম্যাচে ফেরায় রাহুল তেওয়াটিয়া এবং রশিদ খানের ব্যাটিং ৷ রাহুল 22 রানের ঝোড়ো ইনিংস খেলে শেষ ওভারে রান-আউট হলেও কার্যসিদ্ধি করে যান রশিদ ৷

অন্তিম ওভারে তিনটি চার হাঁকিয়ে প্রয়োজনীয় 15 রান হাসিল করে দলকে প্রতিযোগিতার তৃতীয় জয়টি এনে দেন আফগান ব্যাটার ৷ 11 বলেে 24 রানে অপরাজিত থেকে যান রশিদ ৷ তবে হেরেও লিগ টেবলে শীর্ষেই রইল রাজস্থান ৷ অন্যদিকে জিতে ছ'য়ে উঠে এল গুজরাত ৷

আরও পড়ুন:

  1. শেষ ওভারে 26 রান তুলেও হার পঞ্জাবের, তৃতীয় জয়ে উজ্জ্বল কামিন্সের হায়দরাবাদ
  2. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের

ABOUT THE AUTHOR

...view details