পশ্চিমবঙ্গ

west bengal

হকির বড় ম্যাচ জিতে আইএসএল ডার্বি হারের ক্ষতে প্রলেপ ইস্টবেঙ্গলের

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 9:35 AM IST

Calcutta hockey League: মঙ্গলবার ছিল কলকাতা হকি লিগের বড় ম্য়াচ ৷ আর হকির বড় ম্যাচে মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে ফুটবল ডার্বিতে হারের প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল ৷ ম্যাচের একমাত্র গোল গুরজিন্দর কুমারের ৷

Calcutta hockey League
হকির বড় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল

কলকাতা, 13 মার্চ:দুই প্রধানের প্রত্যাবর্তনে গত দু'বছর ধরে প্রাণ ফিরেছে হকি লিগেরও ৷ ফুটবলের মত না-হলেও প্রিয় দলের খেলা থাকলে হকি ম্যাচেও এখন গ্যালারি ভরিয়ে থাকেন দু'প্রধানের সমর্থকেরা ৷ আর ডার্বি থাকলে উত্তেজনার গনগনে আঁচটা টের পাওয়া যায় ভালোই ৷ আইএসএল ডার্বির দিনদু'য়েকের মধ্যে মঙ্গলবার ছিল কলকাতা হকি লিগের বড় ম্য়াচ ৷ গতবছর হকির ডার্বিতেই পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়েছিল ৷ যদি এবার সেই তিক্ত স্মৃতি ফিরল না ৷ আর হকির বড় ম্যাচে মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে ফুটবল ডার্বিতে হারের ক্ষতে সামান্য হলেও প্রলেপ দিল ইস্টবেঙ্গল ৷

মহামেডান মাঠে হকি লিগের সুপার সিক্সের ম্য়াচে এদিন তৃতীয় কোয়ার্টারে লাল-হলুদের হয়ে একমাত্র গোল গুরজিন্দর কুমারের ৷ প্রথম দু'টি কোয়ার্টারে যদিও দাপট ছিল সবুজ-মেরুনের। তবে গোলমুখে একাধিক সুযোগ নষ্ট এবং পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে পারার ব্যর্থতায় ডুবল মোহনবাগান ৷ এদিন যুবরাজ বাল্মীকিকে নিয়ে গানও ধরেছিলেন বাগান সমর্থকেরা। সবমিলিয়ে ফুটবল মাঠের প্রতিচ্ছবি যেন হকি গ্যালারিতেও। তবে স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ সবুজ-মেরুনের প্রাণভোমরা ৷

ফুটবল ডার্বিতে ক্লেইটন সিলভার পেনাল্টি রুখে নায়ক হয়েছিলেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। একইভাবে হকি ডার্বিতে দুরন্ত পারফরম‌্যান্স লাল-হলুদ গোলরক্ষক অটল দেব সিংহের। তৃতীয় কোয়ার্টার থেকেই এদিন ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। নভজ‌্যোত সিংয়ের গোলার মতো শট ক্রসবারে প্রতিহত না-হলে ব‌্যবধান আরও বাড়ত। ডার্বি জিতে ইস্টবেঙ্গল কোচ বলেন, "ডার্বি জয়ে খুব খুশি। গোলে বিকাশ দাহিয়ার জায়গায় অটলকে নামিয়ে ভুল করিনি। ও আমার আস্থার মর্যাদা রেখেছে। নতুন পরীক্ষা করলাম ৷"

অটল বলছেন, "কলকাতায় খেলতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের পরের ম‌্যাচ শক্তিশালী কাস্টমসের বিরুদ্ধে। আশা করি সেই ম‌্যাচ জিতে আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যাব।" তবে এই জয়ের কৃতিত্ব পুরো দলের বলে জানান তিনি ৷ মোহনবাগান কোচ সিমরনজিৎ সিংহ বলেন, "আমরা প্রথম দু’টি কোয়ার্টারে ভাল খেলেছি। কিন্তু গোল পাইনি। গোল পেলে ফলাফল অন‌্য রকম হতে পারত।"

আরও পড়ুন:

  1. ডার্বি জয়ে নির্লিপ্ত হাবাস, লিগ শিল্ডের বদলে ভাবনায় কেরালা ব্লাস্টার্স
  2. 'দ্বিতীয় গোলটা এলে ফলাফল অন্য হতে পারত', এখনও প্লে-অফের আশা আঁকড়ে কুয়াদ্রাত
  3. কলকাতা ডার্বির রিপোর্ট কার্ড, প্রেস্টিজ ফাইটে নজর কাড়লেন কারা?

ABOUT THE AUTHOR

...view details