পশ্চিমবঙ্গ

west bengal

ঈশ্বর মানুষের হৃদয়ে, গণদেবতার উপর ভরসা রেখে মন্তব্য জুন মালিয়ার - June Maliah

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 3:38 PM IST

Updated : May 6, 2024, 3:52 PM IST

June Maliah: মেদিনীপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া ৷ সোমবার তিনি মনোনয়ন পেশ করেন ৷ তার পর জানান, এবার জয়ের বিষয়ে তিনি পুরোপুরি আশাবাদী ৷ এই আসনে জুন মালিয়ার মূল প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পাল ৷

June Maliah
মনোনয়ন পেশ করছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া (নিজস্ব চিত্র)

ঈশ্বর মানুষের হৃদয়ে, গণদেবতার উপর ভরসা রেখে মন্তব্য জুন মালিয়ার (ইটিভি ভারত)

মেদিনীপুর 6 মে: প্রচার হোক বা মনোনয়ন, লোকসভা নির্বাচনের প্রার্থীদের আগে ধর্মস্থানে যেতে দেখা যাচ্ছে ৷ যা দেখে প্রশ্ন উঠছে, প্রার্থীরা কি তাহলে গণদেবতার উপর ভরসা হারাচ্ছেন ? সোমবার এই প্রশ্নই করা হয়েছিল মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়াকে ৷ উত্তরে তিনি বললেন, ‘‘গণদেবতার উপরই আমাদের ভরসা আছে । কারণ, ঈশ্বর তো মানুষের হৃদয়ে রয়েছেন । আই এম নট হিপোক্রেট৷ বরং আমি একজন রিলিজিয়াস গড ফিয়ারিং পার্সন ।’’

এ দিন মনোনয়ন জমা দেন জুন মালিয়া ৷ সেই উপলক্ষ্যে মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় ৷ সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ৷ টোটো ও অটো সাজিয়েও মিছিলে হাজির করানো হয়েছিল ৷ মনোনয়নে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক ও জেলাস্তরের নেতারা উপস্থিত ছিলেন ৷ এছাড়া ছিলেন তৃণমূলের শীর্ষস্তরের দুই নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা ৷

মনোনয়নে তৃণমূলের জুন মালিয়া (নিজস্ব চিত্র)

মনোনয়ন জমা দেওয়ার পর জুন মালিয়া জানালেন, এই আসনে তৃণমূল কংগ্রেসই জিতবে ৷ এ দিন মনোনয়নের মিছিলে তৃণমূল কর্মীদের উৎসাহ-উদ্দীপনার মধ্যেই জয়ের বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের আবেদন করেছেন ৷ ভোটারদের উদ্দেশ্য়ে তাঁর পরামর্শ, সকালেই এসে যেন সকলে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন ৷ তাছাড়া তাঁর আরও আবেদন, ভোটের কোথাওয় যেন কোনও হিংসার পরিস্থিতি তৈরি না হয় ৷

মনোনয়নে তৃণমূলের জুন মালিয়া (নিজস্ব চিত্র)

মেদিনীপুর লোকসভা আসনে 2019 সালে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ তাঁকে এবার আর এখানে প্রার্থী করেনি বিজেপি ৷ দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ৷ তাঁর বদলে এবার মেদিনীপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়ার মতো অগ্নিমিত্রাও বিধায়ক ৷ বিজেপি প্রার্থী আগেই মনোনয়ন জমা দিয়েছেন ৷ তিনিও মেদিনীপুরে জয়ের বিষয়ে দুশো শতাংশ আশাবাদী ৷

জুন মালিয়ার মনোনয়নে তৃণমূল কংগ্রেসের মিছিল (নিজস্ব চিত্র)

ফলে মেদিনীপুরের ভোটাররা শেষপর্যন্ত জুন না অগ্নিমিত্রা, কার আশা পূরণ করবেন, সেই উত্তর জানতে হলে অপেক্ষা করতেই হবে আগামী চার জুন লোকসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশ হওয়া পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. তীব্র দহনে প্রচারে গানের সুরে স্বস্তির খোঁজ, প্যারোডিই হাতিয়ার জুন-অগ্নিমিত্রার
  2. মন্দির থেকে গির্জা, ভোট প্রচারে বেরিয়ে সব ধর্মেই আস্থা জুন মালিয়ার
  3. 'অন্যায় করলে শাস্তি পাক', সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য জুন মালিয়ার
Last Updated : May 6, 2024, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details