পশ্চিমবঙ্গ

west bengal

'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 6:45 PM IST

Dev on Cut Money Controversy: কাটমানি নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা-সাংসদ দেবের ৷ পালটা চ্যালেঞ্জ করে জানান, কাটমানি নিয়েছেন প্রমাণ কেউ করতে পারলে রাজনীতি নয়, ইন্ডাষ্ট্রিও ছেড়ে দেবেন ৷

Dev
দেবের চ্যালেঞ্জ

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি:"কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে শুধু রাজনীতি নয়, ছেড়ে দেব ইন্ডাস্ট্রিও ৷" ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতেই পালটা দিলেন তিনিও ৷ সংসদের বাইরে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব ছুড়লেন পালটা চ্যালেঞ্জও ৷

এদিন তিনি বলেন, "আমি কী চাই, দিদিকে জানিয়েছি ৷ কেউ যদি প্রমাণ করতে পারে আমি কাটমানি নিয়েছি, তাহলে শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, তবে যারা বলছেন কাটমানির কথা তাঁরা যদি প্রমাণ করতে না-পারেন তাহলে তাঁরা কি রাজনীতি ছেড়ে দেবেন ?" দিনকয়েক ধরে দেবের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ৷ ঘনিষ্ঠমহলে অভিনেতা-সাংসদ তো রাজনীতি ছাড়ার কথা বলেছেনই, পাশাপাশি তাঁর সংসদীয় এলাকায় তিন-তিনটি সরকারি কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ৷ ফলত জল্পনা তুঙ্গে ৷

এ ব্যাপারে সংসদ কক্ষের বাইরে বেরিয়ে দেব এদিন বলেন, "শঙ্কর দলুই আমার রাজনৈতিক গুরু ৷ আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হোক ৷ ভোটে দাঁড়াব কি দাঁড়াব না, সেটা বড় কথা নয় ৷" এর আগে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, সাংসদের থেকেও দেবের পরিচয় তিনি একজন চোর ৷ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছেন ৷ কাটমানি নিয়ে ও কাজ করে ৷

বৃহস্পতিবার সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর জল্পনা আরও বেশি উসকে দিয়েছেন ঘাটালের সাংসদ ৷ দেব সংসদের নিম্নকক্ষে এদিন বলেন, "ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ৷ আমি বাংলায় বলতে চাইছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার পার্লামেন্টে বলেছিলাম ৷ আজ আমার শেষদিন পার্লামেন্টে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শেষ দিনেও বলতে চাইছি ৷ আমি আপনার মাধ্যমে প্রধানমনন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই, এটা কোনও তৃণমূল দলের সমস্যা নয়, এটা কোনও বিজেপি দলের সমস্যা নয় ৷ এটা বাংলার মানুষের সমস্যা বলে আমার মনে হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details