পশ্চিমবঙ্গ

west bengal

গজরাজের পিঠে চেপে জঙ্গল সাফারি, কাজিরাঙায় ক্যামেরাবন্দি প্রধানমন্ত্রী; রইল ছবি

By ANI

Published : Mar 9, 2024, 6:34 PM IST

ঘণ্টা দুয়েকের জঙ্গল সাফারিতে মজলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হাতি থেকে গণ্ডারের ডেরায় সপ্তাহান্তে একেবারে অন্য মেজাজে দেখা গেল তাঁকে ৷ হাতে ক্যামেরা, মাথায় ব্ল্যাক হ্যাট, কালো জিপ- সবমিলিয়ে একেবারে অন্যরুপে মোদি ৷ কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে তিনি ক্যামেরাবন্দি করেন একশৃঙ্গ গন্ডার এবং হরিণ। দেখে নিন সেই ঝলক ৷
জঙ্গল সাফারির সময় হাতির পিঠে চড়ে ক্যামেরায় ছবি তুলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।
প্রদ্যুম্ন নামের হাতির পিঠে চড়ে কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
মোদি এদিন ফটোগ্রাফারের ভূমিকায় ক্যামেরাবন্দি করেছেন একশৃঙ্গ গন্ডার এবং হরিণ।
নিজের হাতে আখ খাওয়ান লাখিমাই, প্রদ্যুন্ম ও ফুলমাই নামের তিন হাতিকে।
প্রসঙ্গত, এটাই প্রধানমন্ত্রীর প্রথম কাজিরাঙা সফর ছিল। এটি ইউনেসকোর হেরিটেজ সাইট।
মোদির সঙ্গে সাফারিতে এদিন গিয়েছিলেন জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালি ঘোষ এবং অন্য ঊর্ধ্বতন বনকর্তারা।
মোদির পরনে এদিন ছিল জংলি প্রিন্টের জামা। তার উপরে ধূসর রঙের ভেস্ট, চোখে সানগ্লাস, মাথায় টুপি।
এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। এছাড়া এখানে হাতি, বুনো মোষ, হরিণ ও বাঘও দেখতে পাওয়া যায়।
দু’দিনের উত্তর-পূর্ব ভারত সফরে গিয়েছেন মোদি। শুক্রবার বিকালে তেজপুর বিমানবন্দর পৌঁছন মোদি।
শুধু হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি নয়, হাতি ও মাহুতদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।
হাতির পিঠে চেপে জঙ্গলের কাজিরাঙায় সেন্ট্রাল কোহোরা রেঞ্জ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদি।

ABOUT THE AUTHOR

...view details