পশ্চিমবঙ্গ

west bengal

ডব্লিউপিএল উদ্বোধনে আগুন ঝরাবেন শাহরুখ-শাহিদ-টাইগার শ্রফ

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:03 PM IST

WPL Opening Ceremony: বলিউড সুপারস্টার শাহরুখ খান উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুত। আসন্ন WPL শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হতে চলেছে।

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি:শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ৷ প্রথম দিনেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই ৷ তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ৷

দর্শকদের জন্য ঠাসা বিনোদনের রসদ নিয়ে হাজির থাকছেন আইপিএলএর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক তথা বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে শুধু শাহরুখ খানই নন, পারফর্ম করবেন টাইগার শ্রফ, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো আরও বেশ কয়েকজন সেলিব্রিটি ।

শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর দ্বিতীয় খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্জের । প্রথম 11টি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৷ আর প্লে অফ-সহ মরশুমের দ্বিতীয়ার্ধটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ।

20টি লিগ পর্বের খেলা শেষে শীর্ষস্থানীয় দল সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করবে । 15 মার্চ নির্ধারিত এলিমিনেটর ম্যাচটি দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করবে ৷ আর ফাইনাল হতে চলেছে 17 মার্চ ৷

আগের মরশুমে ডাব্লুপিএল মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল ৷ ম্যাচগুলি হয় ডিওয়াই পাতিল স্টেডিয়াম বা ব্রেবোর্ন স্টেডিয়ামে । ব্রেবোর্ন স্টেডিয়ামে ফাইনালে হারমানপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ানস, মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে পরাজিত করে ট্রফি জিতে নেয় । পয়েন্ট টেবিলে ইউপি ওয়ারিয়র্জ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত জায়ান্ট যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল ।

আরও পড়ুন:

  1. দীপাবলিতে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে উইমেন্স প্রিমিয়র লিগ !
  2. রাতভর চলল উদযাপন, উৎসবে মাতল ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
  3. রোহিতদের সাফল্যের সরণিতে হাঁটা শুরু হরমনপ্রীতদের, আত্মপ্রকাশে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই

ABOUT THE AUTHOR

...view details