পশ্চিমবঙ্গ

west bengal

রাজস্থান থেকে রাশিয়া, বিদেশের মাটিতে রহস্য সমাধানে একেনবাবু, পিছিয়ে নেই রাজ-সৃজিত-দেবালয়

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:25 PM IST

Svf New Movie: নতুন চারটি ছবির চমক নিয়ে হাজির প্রযোজনা সংস্থা এসভিএফ ৷ সোমবার চার পরিচালকের চারটি ছবির হয়ে গেল শুভ মহরৎ ৷

Etv Bharat
বিদেশের মাটিতে রহস্য সমাধানে একেনবাবু

কলকাতা, 4 মার্চ: গত বছর 14 এপ্রিল বড় পর্দায় মুক্তি পায় 'দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান'। রাজস্থান ঘিরে শ্যুটিং হয়েছে ছবির। একেন বাবু তাঁর দল নিয়ে পাড়ি দিয়েছিলে রাজস্থানের মরুভূমিতে । আর এবার এই দল পাড়ি দেবে সুদূর রাশিয়ায়। এমন খবরই ইটিভি ভারতকে জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এবারের স্ক্রিপ্টও লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। সোমবারই ছবির শুভ মহরৎ হয়ে গিয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস -এর অফিসে।

শুধু জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন' নয়, এদিন একসঙ্গে চারটি ছবির 'শুভ মহরৎ' হয়েছে। পরিচালকের তালিকায় জয়দীপ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য। এই চারজনের পরিচালনাতেই আসতে চলেছে চারটি ভিন্ন স্বাদের ছবি। তবে, কোনও ছবিরই এখনও নাম ঠিক হয়নি বলে জানা গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে। এদিন সকালেই এসভিএফের তরফে একটি পোস্ট প্রকাশ্যে আনা হয় ৷ জানানো হয়, "চারজন পরিচালক, চারটে নতুন গল্প

মহা মহরৎ-এর শুভারম্ভ ৷"

উল্লেখ্য, এর আগে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে একেনের আগামী ছবির গল্প কেমন হবে, তা নিয়ে ভাবনাচিন্তা হয়ে গিয়েছে ৷ তবে এই মুহূর্তে গল্পের বিষয়ে কোনওকিছুই খোলসা করেননি পরিচালক। তবে, ছবির শ্যুটিং চলতি বছরের জুলাই মাস থেকেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়াত সাহিত্যিক সুজন দাশগুপ্তর সৃষ্টি একেন্দ্র সেনকে ওয়েব এবং বড় পর্দায় একাধিকবার নিয়ে এসেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ৷ এবার তাঁর দুর্ধর্ষ রহস্য অভিযান হতে চলেছে রাশিয়ায় ৷

মোট ছ'টি ওয়েব সিরিজ এবং দু'টি ছবিতে একেনকে দেখে নিয়েছে দর্শক। এবার তৃতীয়বার সিনেমায় একেনবাবু। আর একেনের চরিত্রে এক এবং অদ্বিতীয় অনির্বাণ চক্রবর্তী। এবারেও তার অন্যথা হচ্ছে না। রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষও। অন্যদিকে, এসভিএফ-এর ঘরে সাত বছর পর ফিরছেন রাজ চক্রবর্তী। রাজের নতুন ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, সোহিনী সেনগুপ্ত।

সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন সামজিক পরিস্থিতির উপর নির্ভরশীল একটি ছবি। অভিনয়ে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, সৌরসেনী মৈত্র, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক সেন প্রমুখ। দেবালয় ভট্টাচার্য বানাচ্ছেন রোমহর্ষক থ্রিলার। এই থ্রিলারে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগে দেবালয়ের সঙ্গে শুভশ্রী উপহার দিয়েছেন ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজ ৷

আরও পড়ুন

1. উদ্ধার ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া সিনেমা, দেখানো হবে এসআরএফটিআই-তে

2.ভূত না ভ্রম? 'অতি উত্তম' ছবিতে মহানায়ককে নিয়ে জমাটি রহস্য

3.22 মার্চ মুক্তি পাচ্ছে 'অতি উত্তম', মহানায়কের কণ্ঠে অভিনেতা সুরজিৎ

ABOUT THE AUTHOR

...view details