পশ্চিমবঙ্গ

west bengal

লাইট ক্যামেরা অ্যাকশন, শুটিং ফ্লোরে 'দেবী চৌধুরানী'

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 4:36 PM IST

Devi Chaudhurani: শনিবার থেকে ময়দানে 'দেবী চৌধুরানী' ৷ কঠোর পরিশ্রম আর দীর্ঘ প্রশিক্ষণের পর শুরু হল পরিচালক শুভ্রজিৎ মিত্রের স্বপ্নের প্রোজেক্টের শুটিং ৷ সোশাল মিডিয়ায় শুভেচ্ছা অনুরাগীদের ৷

Etv Bharat
শুটিং ফ্লোরে এল 'দেবী চৌধুরানী'

কলকাতা, 27 জানুয়ারি: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ দিবারাত্র এক করে স্ক্রিপ্ট রিডিং থেকে শুরু করে অশ্বচালনা বা তলোয়ারবাজি শেখার দিন শেষ ৷ শনিবার থেকে শুরু হল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবির শুটিং। সকালেই নিজের সামাজিক মাধ্যমে এই খবর জানালেন পরিচালক। নতুন পথ চলার শুভেচ্ছা জানালেন অনুরাগীরা ৷

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্রর দীর্ঘ গবেষণার ফল হতে চলেছে এই ছবি। সেই গবেষণার ডানায় ভর করেই পরিচালক জানিয়েছেন, "প্রফুল্ল বা ভবানী পাঠক কেউই কাল্পনিক চরিত্র নন। তাঁদের অস্তিত্ব আছে ইতিহাসে।" বাংলা সহ আরও 6টি ভারতীয় ভাষায় তৈরি হবে এই ছবি। থাকবে অ্যাকশনও। অভিনেতাদের দীর্ঘ প্রশিক্ষণ চলেছে হর্স রাইডিং, মার্শাল আর্টের পাশাপাশি, তলোয়ার চালনা, ধনুর্বিদ্যার। নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস 'দেবী চৌধুরানী' অবলম্বনে ছবিটি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। মূলত তিনটি দিক নিয়ে এই ছবি তৈরি হবে বলে আগেই জানিয়েছিলেন পরিচালক। এখানে সবথেকে বেশি প্রাধান্য পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভাল রেকর্ডস । 1770 থেকে 1780 সাল পর্যন্ত বাংলা ছিয়াত্তরের মন্বন্তর দেখেছে । এই সময়েই আবার দেখেছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ । অর্থাৎ ইতিহাসের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। সেই সংগ্রাম দমন করতে নাস্তানাবুদ হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। এই বিদ্রোহ সম্বন্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেকর্ড পাওয়া যায় তাতে দেবী চৌধুরানি এবং ভবানী পাঠকের নাম উঠে এসেছে । এই দিকটি বিশেষ প্রাধান্য পেতে চলেছে ছবিতে।

প্রসঙ্গত, ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়ী প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। বলা বাহুল্য, এই প্রথম কোনও বাংলা ছবি তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে ৷ তিন দেশের সমন্বয়ে ছবিটি তৈরি হচ্ছে বলে 'বিএফটিএ' ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও এই ছবি যেতে পারে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। সব দিক ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে 'দেবী চৌধুরানী'।

ABOUT THE AUTHOR

...view details