পশ্চিমবঙ্গ

west bengal

পর্দায় অক্ষয়-টাইগারের 'ব্রোম্যান্স', প্রকাশ্যে 'বড়ে মিঞা ছোটে মিঞা'র টাইটেল ট্র্যাক

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 8:25 PM IST

Bade Miyan Chote Miyan Title Track: মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ চলতি বছর ঈদে মুক্তি পাচ্ছে অ্যাকশনে ভরপুর এই ছবি ৷ তার আগে প্রকাশ্যে এল টাইটেল ট্র্যাক ৷

Etv Bharat
প্রকাশ্যে 'বড়ে মিঞা ছোটে মিঞা' টাইটেল ট্র্যাক

হায়দরাবাদ, 19 ফেব্রুয়ারি:ছবি ঘোষণা শুরু থেকেই চর্চায় আলি আব্বাস জফর পরিচালিত 'বড়ে মিঞা ছোটে মিঞা' ৷ প্রথমবার একসঙ্গে অক্ষয় কুমার-টাইগার শ্রফকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ ট্রেলার এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক ৷ জ্যাকি ভাগনানি প্রযোজিত ছবির গান ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে লিখেছেন, "তেরে পিছে তেরা ইয়ার খড়া হ্যায় ৷" গানটি গেয়েছেন অনুরুদ্ধ রবিচন্দর ও বিশাল মিশ্রা ৷ সঙ্গীত পরিচালনাও করেছেন বিশাল ৷ পেপ্পি গানের কথা লিখেছেন ইরশাদ কামিল ৷ ব়্যাপ করেছেন বিশাল ৷ সোমবার গানটি সামনে আসতেই মন কেড়েছে অনুরাগীদের ৷ ইতিমধ্যেই গানের ভিউয়ারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে পাঁঁচ লাখ ৷ একাধিক ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে নিয়ে অক্ষয়-টাইগারের 'কুল ডান্স' মাত করেছে সকলকে ৷

গানের শুরু হয় টাইগার শ্রফকে দিয়ে ৷ তারপরে সামনে আসে খিলাড়ি অক্ষয় কুমার মুখ ৷ একদিকে যখন টাইগার নিজের হাতেল মাশল দেখাচ্ছেন। অন্যদিকে, গোঁফে তা দিতে দেখা যায় অক্ষয়কে ৷ অলিভ-হুইড স্টাইলিশ পোশাকে দুই তারকা জুটি ঘায়েল করেছে মহিলা মহলকে ৷ অন্যদিকে, এর আগে প্রকাশ্যে এসেছে ছবির টিজার ৷ সেখানে দেখা গয় ভারতীয় সেনার উপরে সন্ত্রাসবাদী হামলা ৷ সেখানে জওয়ানের পোশাক পরিহিত অক্ষয় ও টাইগারকে দেখা যায় সন্ত্রাসবাদীদের সঙ্গে মোক্ষম লড়াই করতে ৷ তাঁদের মুখে সংলাপ শোনা যায়, "বচকে রহেনা, হিন্দুস্তান হ্যায় হাম ৷" টিজারে এক ঝলক দেখা গিয়েছে পৃথ্বিরাজ সুকুমরণকেও ৷

উল্লেখ্য এর আগে ডেভিড ধাওয়ান পরিচালিত 'বড়ে মিঞা ছোটে মিঞা' মুক্তি পায় 1998 সালে ৷ অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত কমেডির মোড়কে এই ছবি সেই সময় এসেছিল চর্চায় ৷ এরপর সেই নাম নিয়ে 2023 সালের ফেব্রুয়ারিতে আসে নতুন এই ছবির ঘোষণা ৷ অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমরণ, সোনাক্ষী সিনহা ও মানুষী ছিল্লারকে ৷

ABOUT THE AUTHOR

...view details