পশ্চিমবঙ্গ

west bengal

নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন নেই, জল্পনাকে উড়িয়ে স্পষ্ট বার্তা কেন্দ্রের - New Tax Regime

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 7:41 PM IST

Financial Year 2024-25: এই আর্থিক বছরে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হচ্ছে না ৷ সোশাল মিডিয়ার খবর ভুয়ো ৷ নতুন কর ব্যবস্থায় পরিবর্তনের জল্পনাকে উড়িয়ে স্পষ্ট বার্তা অর্থ মন্ত্রকের ৷

New tax regime
New tax regime

নয়াদিল্লি, 1 এপ্রিল: সোমবার থেকে শুরু হয়েছে নয়া আর্থিক বছর ৷ 2024-25 অর্থবর্ষে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হচ্ছে না ৷ এমনটাই সোমবার স্পষ্ট করে জানিয়ে দিল অর্থমন্ত্রক ৷ 2023-24 আর্থিক বছর শেষের মুখে বেশ কয়েকদিন ধরেই নতুন কর ব্যবস্থায় পরিবর্তনগুলি নিয়ে জল্পনা চলছিল ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে নানা তথ্য প্রচার করা হচ্ছিল ৷ অর্থ মন্ত্রকের তরফে সেইসব মিথ্যা প্রচারকে উড়িয়ে দিয়ে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে ৷

অর্থ মন্ত্রক সোশাল সাইট এক্সে এই নিয়ে পোস্ট করেছে ৷ সেখানে বলা হয়েছে, "এটি লক্ষ্য করা গিয়েছে যে কিছু সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন কর ব্যবস্থা সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে ৷ তাই এটি স্পষ্ট করা হচ্ছে যে 1 এপ্রিল 2024 থেকে নতুন কর ব্যবস্থায় কোনও পরিবর্তন আসছে না ৷"

মন্ত্রক স্পষ্টভাবে আরও বলেছে, নতুন কর ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে কোনও নতুন পরিবর্তন করা হয়নি । পরিবর্তে জানানো হয়েছে যে 115BAC(1A) ধারার অধীনে নতুন কর ব্যবস্থা চালু করা হয়েছিল ফাইন্যান্স অ্যাক্ট 2023 সালে । তবে পুরনোর তুলনায় নতুন কর ব্যবস্থায় বিভিন্ন কর বন্ধনী এবং বিধান রয়েছে । নতুন কর ব্যবস্থা ধারা 115BAC(1A) এর অধীনে চিহ্নিত করা হয়েছে ৷ কোম্পানি এবং সংস্থাগুলি ছাড়া অন্য ব্যক্তিদের জন্য প্রযোজ্য ৷ এটি 2023-24 আর্থিক বছর থেকে শুরু হয়েছে ৷ 2024-25 অর্থবর্ষেও জারি থাকবে ।

নতুন ব্যবস্থার অধীনে পুরনো কর ব্যবস্থার তুলনায় করের হার উল্লেখযোগ্যভাবে কম । যদিও পুরানো কর ব্যবস্থার মতো এতে বিভিন্ন ছাড় এবং ছাড়ের সুবিধা (বেতন থেকে 50000 টাকা এবং পারিবারিক পেনশন থেকে 15000 টাকা ব্যতীত) পাওয়া যায় না । নতুন কর ব্যবস্থা হল ডিফল্ট ট্যাক্স ব্যবস্থা ৷ তবে করদাতারা তাদের জন্য যে ব্যবস্থাকে উপকারী বলে মনে করবে সেই কর ব্যবস্থা (পুরানো বা নতুন) বেছে নিতে পারেন ।

আরও পড়ুন:

  1. ভারতে বাড়ছে ধনী ব্যক্তির সংখ্যা, জেনে নিন মূলধন লাভের উপর কর বাঁচানোর কৌশল
  2. নতুন না পুরনো, কোন আয়কর ব্যবস্থা আপনার জন্য উপযুক্ত?
  3. চলতি আর্থিক বছরে কর সাশ্রয়ের দশটি সেরা উপায়, জেনে নিন আজই

ABOUT THE AUTHOR

...view details