পশ্চিমবঙ্গ

west bengal

'হিংসা সমাধান নয়', বিক্ষোভরত কৃষকদের আলোচনায় বসার আহ্বান অনুরাগ ঠাকুরের

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:14 PM IST

Anurag Thakur to Farmers: কৃষকদের মহামিছিল রুখতে দিল্লির পুলিশ প্রশাসন তৈরি থাকলেও ব্যারিকেড ভাঙা থেকে টিয়ার গ্যাসের শেল ছোঁড়া, সবকিছুর সাক্ষী থাকল দেশের রাজধানী শহর ৷ পরিস্থিতি সামাল দিতে আসরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

Etv Bharat
কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: একাধিক দাবিদাওয়া নিয়ে দিল্লিতে মঙ্গলবার কৃষকদের ধুন্ধুমার বিক্ষোভের সাক্ষী থাকল দেশবাসী ৷ সমস্যা সমাধানে বিক্ষুদ্ধ কৃষকদের শেষমেশ আলোচনায় বসার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের উদ্দেশ্যে জানিয়েছেন তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে রাজি কেন্দ্র ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, হিংসা-ভাঙচুর কখনও সমস্যার সমাধান হতে পারে না ৷

এদিন সাংবাদিক মাধ্যমে তিনি জানিয়েছেন, যে সকল কৃষক সংগঠনগুলি দিল্লির দিকে নিজেদের দাবি নিয়ে এগিয়ে আসছিল, তার মধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে সরকার ৷ কিন্তু ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের মতো বিষয়গুলি নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন আছে।

তিনি বলেন, "যদি আপনারা ভারতকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বাতিল করার, স্মার্ট মিটার প্রত্যাখ্যান করার এবং বিদ্যুৎ আইন থেকে কৃষকদের অব্যাহতি দেওয়ার দাবি করেন তাহলে কেন্দ্রের কি অন্য স্টেকহোল্ডার এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত নয়?"

তিনি জানান, ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কথা বলার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ৷ বলেন, "আমাদের অন্যদের সঙ্গে কথা বলতে হবে ৷ তারপরেই আমরা কোনও সিদ্ধান্তে আসতে পারব ৷"বিজেপির অন্যতম শীর্ষ নেতা আরও জানিয়েছেন, যদি মোদি সরকার কাতারে আটকে থাকা নৌসেনাদের দেশে ফিরিয়ে আনতে পারে তাহলে কৃষকদের ওঠা এই সমস্যারও সমাধান হতে পারে ৷

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার বরাবরই কৃষক দরদী ৷ কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য চালু করেছে এই সরকার, যা কংগ্রেস সরকার করেনি ৷ এরপর তিনি কংগ্রেসের সমালোচনা করে প্রশ্নের সুরে বলেন, "রাহুল গান্ধি আরও একবার মিথ্যে কথা বলে জনসাধারণকে ভুল পথে চালিত করছেন ৷ কংগ্রেস 60 বছর ধরে ক্ষমতায় ছিল ৷ কে তাঁদের আটকেছিল কৃষকদের জনস্বার্থে আইন আনার ক্ষেত্রে ৷" উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর দিকে কৃষক সংগঠনগুলির মিছিল এগিয়ে আসতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দিল্লিজুড়ে ৷ পুলিশ তাঁদের আটকাতে টিয়ার গ্যাসের শেল ছুড়তে থাকে ৷ এরপর ড্রোনের মাধ্যমেও টিয়ার গ্যাসের শেল নীচে ফেলা হয় বলেও অভিযোগ ৷

আরও পড়ুন:

1. ব্যারিকেড ভাঙল কৃষকদের 'দিল্লি চলো' অভিযান, পঞ্জাব-হরিয়ানা সীমানায় ধেয়ে এল টিয়ার গ্যাসের শেল

2.আবার কেন আন্দোলনের পথে কৃষকরা ?

3.কাঁটাতার-কংক্রিট ও পুলিশের ব্যারিকেড, কৃষকদের 'দিল্লি চলো' মহামিছিল রুখতে তৈরি প্রশাসন

ABOUT THE AUTHOR

...view details