পশ্চিমবঙ্গ

west bengal

কয়েকশো মহিলার যৌন নির্যাতন সাংসদের ! মোদির নীরবতায় তোপ প্রিয়াঙ্কার - Prajwal Revanna sex scandal

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 6:03 PM IST

Prajwal Revanna 'sex scandal': কয়েকশো মহিলার যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে হাসানের সাংসদ প্রজওয়াল রেভান্নার বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস ৷

ETV BHARAT
ETV BHARAT

বেঙ্গালুরু, 29 এপ্রিল: কয়েকশো মহিলার যৌন নির্যাতনে অভিযুক্ত হাসানের সাংসদ প্রজওয়াল রেভান্নাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার কর্ণাটকে বিক্ষোভ দেখাল কংগ্রেস ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ।

প্রিয়াঙ্কা এ দিন তাঁর এক্স হ্যান্ডেলে বলেন, "যে নেতার কাঁধে প্রধানমন্ত্রী হাত রাখেন এবং নিজের ছবি তোলেন, যে নেতার জন্য প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনের 10 দিন আগে প্রচারে যান, তিনি মঞ্চে তাঁর প্রশংসা করেন, আজ কর্ণাটকের সেই নেতা দেশ থেকে পলাতক । তাঁর জঘন্য অপরাধের কথা শুনেই আমার মন কেঁপে ওঠে ৷ তিনি শত শত নারীর জীবন নষ্ট করে দিয়েছেন...৷"

কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

জেডি (এস) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার 33 বছর বয়সি নাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ হুবলি, হাসান এবং বেঙ্গালুরু-সহ অন্যান্য জাগায় বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন মহিলা-সহ বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ৷ বেঙ্গালুরুতে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির অফিসের বাইরে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বার নেতৃত্বে বিক্ষোভ হয় । লাম্বা বলেন, শত শত নারীর বিরুদ্ধে যৌন হিংসার ভয়াবহ ঘটনা জাতিকে হতবাক করেছে ।

তাঁর কথায়, "গত কয়েক বছরে সাংসদ প্রজওয়াল রেভান্নার দ্বারা শত শত নারীর যৌন হয়রানি, লঙ্ঘন এবং এমনকি নির্মমতার শিকার হওয়া 3,000-এরও বেশি ভিডিও কন্নড়-সহ সমগ্র ভারতীয়ের বিবেককে একইভাবে নাড়া দিয়েছে ৷"

মামলার তদন্ত করছে এসআইটি

রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের বেশ কয়েকটি ভিডিয়ো ক্লিপ জনসমক্ষে আসার পর, কর্ণাটকের কংগ্রেস সরকার রবিবার হাসানের সাংসদ তথা লোকসভা নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ৷ সম্প্রতি হাসানে প্রজওয়ালকে নিয়ে জড়িত ওই ভিডিয়ো ক্লিপগুলি ঘুরছে সোশাল মিডিয়ায় ৷

আইপিএস আধিকারিকদের তিন সদস্যের এসআইটির নেতৃত্বে আছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (সিআইডি) বিজয় কুমার সিং, অন্য দুই সদস্য হলেন সহকারী পুলিশ মহাপরিদর্শক সুমন ডি পেনেকার এবং মাইসুরুর পুলিশ সুপার সীমা লাটকার । এসআইটিকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

রেভান্নাকে তাঁর প্রাক্তন গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে 28টি যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে । যৌন হয়রানি, ভয় দেখানো এবং একজন মহিলার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে আইপিসি-এর 354এ, 354ডি, 506, এবং 509 ধারার অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ অনুসারে, ভুক্তভোগী দাবি করেছেন যে এইচডি রেভান্না এবং প্রজওয়াল রেভান্না দুজনেই তাঁকে যৌন হেনস্থা করেছেন । অভিযোগকারী আরও দাবি করেছেন যে, রেভান্নার স্ত্রী যখন বাড়িতে থাকেন না, তখন তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করতেন এবং যৌন নির্যাতন করতেন রেভান্না ।

রেভান্না দেশ ছেড়ে পালিয়েছেন

জেডি(এস) গত বছরের সেপ্টেম্বরে এনডিএ-তে যোগ দেয় । প্রজওয়াল হলেন চলতি লোকসভা নির্বাচনে হাসান কেন্দ্রের এনডিএ প্রার্থী ৷ গত 26 এপ্রিল সেখানে হয়েছে ভোটগ্রহণ ৷ পুলিশ সূত্রের মতে, ভিডিয়োগুলি সামনে আসতে শুরু করায় ভোট দেওয়ার পরেই তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন ৷

মহিলা কমিশনের চেয়ারপার্সন ড. নাগলক্ষ্মী চৌধুরী রেভান্নার দ্বারা অভিযোগ করা শত শত মহিলার যৌন নির্যাতনের বিষয়ে সরকারকে একটি চিঠি দেওয়ার পরে কর্ণাটক সরকার এসআইটি গঠন করে ।

রেভান্নার বহিষ্কারের দাবি

আজ এর আগে, জনতা দল (সেকিউলার) বিধায়ক শরানা গৌড়া কান্দাকুর পার্টির সভাপতি এইচডি দেবগৌড়াকে চিঠি লিখে অশ্লীল ভিডিয়ো মামলার জন্য প্রজওয়াল রেভান্নাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন । কান্দাকুর বলেন যে, এইচডি দেবগৌড়ার নাতিকে বহিষ্কার করা দলকে আরও বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করবে । অন্য জেডি (এস) বিধায়ক সমৃদ্ধি মঞ্জুনাথও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন যে এটি দলীয় কর্মীদের জন্য বিব্রতকর হয়ে উঠেছে ।

প্রজওয়াল রেভান্না ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী হিসাবে হাসানে কংগ্রেসের শ্রেয়াস প্যাটেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

আরও পড়ুন:

  1. 'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা
  2. গণতন্ত্র শক্তিশালী করার প্রতিষ্ঠানগুলিকেই দুর্বল করে দেওয়া হয়েছে: প্রিয়াঙ্কা
  3. কেজরির গ্রেফতারি অসাংবিধানিক, দাবি প্রিয়াঙ্কার; গণতন্ত্র বাঁচানোর ডাক তৃণমূল-সিপিএমের

ABOUT THE AUTHOR

...view details