পশ্চিমবঙ্গ

west bengal

হারবে জেনেই প্রতিহিংসার অভিযোগ বিরোধীদের, দাবি মোদির - PM Modi Slams Opposition Parties

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 8:48 PM IST

PM Modi Slams Opposition Parties: সোমবার এক সাক্ষাৎকারে বিরোধীদের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, বিরোধীরা বুঝতে পেরেছে যে তারা হেরে যাবে ৷ সেই কারণে তারা এখন থেকেই প্রতিহিংসার অভিযোগ তুলছে ৷

PM Modi
PM Modi

নয়াদিল্লি, 15 এপ্রিল:চলতি লোকসভা নির্বাচনে বিরোধীদের পরিসরকে কমিয়ে দেওয়া হচ্ছে ৷ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মুখে এই অভিযোগ বারবার শোনা যাচ্ছে ৷ সোমবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তাঁর বক্তব্য, ‘‘ইডি, সিবিআই কিংবা নির্বাচন কমিশন ৷ কোনও আইনই তাঁর সরকার তৈরি করেনি ৷ বরং নির্বাচন কমিশনে আমরা উন্নতি করেছি ৷ এখন নির্বাচন কমিশন তৈরিতে বিরোধীদেরও ভূমিকা থাকে ৷ আগে প্রধানমন্ত্রীর একটা সইয়ে নির্বাচন কমিশন তৈরি হয়ে যেত ৷’’ এই নিয়ে প্রধানমন্ত্রী নাম না করে গান্ধি পরিবারের সমালোচনা করেছেন ৷ তাঁর অভিযোগ, কোনও একটি পরিবারের কাছের লোকেরা পদ পেত ৷ পরে সেই সব লোকেরা ভোটে লড়ে মন্ত্রী হতেন ৷ কিংবা রাজ্যসভার সাংসদ পদ পেতেন ৷

প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীরা হেরে যাবে বলে এখনই বুঝতে পারছে ৷ তাই এখন থেকেই বিরোধীরা এই সব অভিযোগ তুলছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী এ দিন ‘এক দেশ এক ভোট’ নিয়েও সওয়াল করেছেন ৷ তাঁর বক্তব্য, সারা দেশে এক সঙ্গে ভোট করা বিজেপির অঙ্গীকার ৷

প্রধানমন্ত্রী বলেন, "এক দেশ, এক নির্বাচন আমাদের অঙ্গীকার । আমরা সংসদেও এই বিষয়ে কথা বলেছি । আমরা একটি কমিটিও গঠন করেছি । কমিটিও তাদের প্রতিবেদন জমা দিয়েছে । তাই এক দেশ, এক নির্বাচন নিয়ে অনেক মানুষ মতামত দিয়েছেন । কমিটিতে অনেক মানুষ তাদের পরামর্শ দিয়েছেন এবং এই প্রতিবেদন বাস্তবায়ন করতে পারলে দেশ অনেক উপকৃত হবে ।’’

প্রসঙ্গত, বিজেপির ইস্তাহারে এই নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ তবে এই নিয়ে সহমত নয় বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দলের দাবি, এভাবে দেশে স্বৈরতন্ত্র তৈরি করতে চায় বিজেপি ৷

আরও পড়ুন:

  1. কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল, নির্বাচনী বন্ড নিয়ে মত মোদির
  2. ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  3. বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details