ETV Bharat / bharat

কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল, নির্বাচনী বন্ড নিয়ে মত মোদির - PM Modi on Electoral Bond

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 7:36 PM IST

PM Modi
PM Modi

PM Modi on Electoral Bond: সোমবার সংবাদসংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ওঠে নির্বাচনী বন্ড বা ইলেক্টোরাল বন্ডের প্রসঙ্গ ৷ এই বন্ড বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, কালো টাকার দিকে দেশকে ঠেলে দেওয়া হল ৷ পরে সকলে এই নিয়ে অনুতাপ করবে ৷

নয়াদিল্লি, 15 এপ্রিল: কেন্দ্রীয় সরকারের ইলেক্টোরাল বন্ড-কে অসাংবিধানিক বলে তা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, প্রত্যেকেই এর জন্য অনুতাপ করবেন ৷ কারণ, দেশকে আবার কালো টাকার দিকে ঠেলে দেওয়া হল ৷ একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন যে তাঁর সরকারের নেওয়া সিদ্ধান্তে কোনও খামতি থাকলেও থাকতে পারে ৷

সোমবার সংবাদসংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি এই কথা জানিয়েছেন ৷ তাঁর বক্তব্য, বিরোধীরা এই নিয়ে অভিযোগ তুলে পালিয়ে যাচ্ছে ৷ তারা এই নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ৷ আসলে নির্বাচনে কালো টাকার ব্যবহার আটকাতেই ইলেক্টোরাল বন্ড তৈরি করা হয়েছিল ৷

প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশে অনেক দিন ধরেই আলোচনা চলছে যে নির্বাচনে কালো টাকার একটা বিপজ্জনক খেলা চলছে । দেশের নির্বাচনে কালো টাকার খেলা শেষ, এই আলোচনা অনেক দিন ধরেই চলছে । নির্বাচনে খরচ হয়, এটা কেউ অস্বীকার করতে পারবে না ৷ আমাদের দল, সব দল, প্রার্থীরা খরচ করেন ও লোকের কাছ থেকে টাকা নেয় ৷ আমি চেয়েছিলাম যে আমাদের নির্বাচন এই কালো টাকা থেকে মুক্ত হবে ৷ আমার মনে একটা শুদ্ধ চিন্তা ছিল যে আমরা একটা ছোট পথ খুঁজে বের করেছি, আমরা কখনোই দাবি করিনি যে এটিই একমাত্র উপায় ।’’

তাই তিনি এই বন্ডের ভালো দিকগুলিই তুলে ধরতে চান ৷ তাঁর দাবি, এই বন্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল বলেই এখন টাকার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে ৷ তাঁর আরও দাবি, কেন্দ্রীয় এজেন্সির নজরে থাকা এমন মাত্র 16টি সংস্থা বন্ড কিনেছিল ৷ এর মধ্যে মাত্র 37 শতাংশ বিজেপির ছিল ৷ আর 63 শতাংশ ছিল বিরোধীদের ৷

তার পরও প্রধানমন্ত্রী মনে করেন, সিদ্ধান্ত নিতে কিছু ভুল হয়ে থাকতে পারে ৷ সেগুলো শুধরে নেওয়া যেতে পারে আলোচনার মাধ্যমে ৷ কিন্তু তার বদলে পুরোটাই কালো টাকার দিকে চলে গেল ৷ পরে সততার সঙ্গে ভাবলে প্রত্যেকেই এই নিয়ে অনুতাপ করবেন ৷

প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, 1000 ও 2000-এর নোট বাতিল করে দেওয়ার সরকারের সিদ্ধান্তও কালো টাকা বন্ধ করে দেওয়ার জন্য ৷ তিনি জানান, আগে 20 হাজার টাকা পর্যন্ত রাজনৈতিক দলগুলি নগদে অনুদান নিতে পারত ৷ এখন তা বন্ধ করে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ভালো কাজ করছে ইডি, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  2. এক দেশ এক নির্বাচন আমাদের অঙ্গিকার, দাবি মোদির দেখুন সরাসরি...
  3. স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রায়গঞ্জে মোদির জনসভা, সাধারণের স্বতঃস্ফুর্ততা দেখে খুশি বিজেপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.