পশ্চিমবঙ্গ

west bengal

দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিওয়ে মিস, ইন্ডিগোর বিমানের ভুলে অবরুদ্ধ রানওয়ে

By PTI

Published : Feb 11, 2024, 11:31 AM IST

IndiGo plane misses taxiway: দিল্লি বিমানবন্দরে অবতরণের পর নির্ধারিত ট্যাক্সিওয়ে মিস করল ইন্ডিগোর একটি বিমান ৷ তার ভুলে অবরুদ্ধ হয়ে পড়ে রানওয়ে ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 11 ফেব্রুয়ারি:আবারও বিতর্কে ইন্ডিগোর বিমান ৷ রবিবার সকালে ইন্ডিগোর একটি বিমানের ভুলে দিল্লি বিমানবন্দরে একটি রানওয়ে প্রায় 15 মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বলে খবর ৷ অমৃতসর থেকে আসা ইন্ডিগোর ওই বিমান অবতরণের পর তার জন্য নির্ধারিত ট্য়াক্সিওয়েতে না গিয়ে ঢুকে পড়ে অন্য রানওয়েতে ৷ তার জেরেই এই বিপত্তি ৷

ঠিক কী হয়েছে ? অমৃতসর থেকে আসছিল ইন্ডিগোর বিমানটি ৷ সেটির রবিবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণের কথা ছিল ৷ সব ঠিকঠাকই ছিল ৷ নির্দিষ্ট সময়েই অবতরণ করে ওই বিমান ৷ তবে সেই বিমানের জন্য নির্ধারিত ট্যাক্সিওয়েটি মিস করে বিমানটি ৷ অর্থাৎ সেই ট্যাক্সিওয়েতে বিমানটি না ঢোকায়, প্রায় 15 মিনিটের জন্য একটি রানওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে বলে একটি সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷

এ320 বিমানটির অপারেটিং ফ্লাইট 6ই 2221 আজ সকালে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ট্যাক্সিওয়ে মিস করার পরে ভুলবশত 28/10 রানওয়ের শেষ প্রান্তে চলে যায় বলে খবর । সূত্রটি জানিয়েছে যে, এই ঘটনার কারণে রানওয়ে প্রায় 15 মিনিটের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছিল ৷

স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রভাব পড়ে বিমান পরিষেবার উপর ৷ নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি বেশ কয়েকটি বিমান ৷ পরে, একটি ইন্ডিগো টোয়িং ভ্যান বিমানটিকে রানওয়ের শেষ প্রান্ত থেকে একটি পার্কিং বে-তে নিয়ে যায় বলে জানিয়েছে সূত্র । এই ঘটনা সম্পর্কে ইন্ডিগোর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷ দেশের বৃহত্তম বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ প্রতিদিন সেখানে প্রায় 1,400টি বিমান ওঠানামা করে ৷ বিমানবন্দরের চারটি রানওয়ে সক্রিয় রয়েছে । (পিটিআই)

আরও পড়ুন:

  1. 'বন্ধ করে দাও ইন্ডিগো', দিল্লি-দেওঘর উড়ান বাতিল হতেই বিমানবন্দরে বিক্ষোভ যাত্রীদের
  2. সিস্টেম আপগ্রেডের জেরে বন্ধ ইন্ডিগোর অনলাইন পরিষেবা, সমস্যায় যাত্রীরা
  3. বিমান ছাড়তে দেরির ঘোষণায় ইন্ডিগোর পাইলটকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত যাত্রী

ABOUT THE AUTHOR

...view details