ETV Bharat / bharat

'বন্ধ করে দাও ইন্ডিগো', দিল্লি-দেওঘর উড়ান বাতিল হতেই বিমানবন্দরে বিক্ষোভ যাত্রীদের

Delhi-Deogarh Flight Cancellation: ফের ইন্ডিগোর উড়ান বাতিল ৷ এবার দিল্লি-দেওঘর উড়ান বাতিল হওয়ায় বিক্ষোভ যাত্রীদের ৷ বিমান সংস্থার বিরুদ্ধে টার্মিনালে উঠল স্লোগান ৷ যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ইন্ডিগো ৷ বিমানের টাকা ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে ৷ তাতেও যাত্রীদের ক্ষোভ কমার নাম নেই ৷

Indigo flights
ইন্ডিগো
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 5:14 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: প্রতিকূল আবহাওয়ার জেরে একের পর এক বিমান বাতিল ইন্ডিগোর ৷ এবার দিল্লি-দেওঘর বিমান বাতিল হওয়ায় বিমানবন্দরেই বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা ৷ বুধবার দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 2-তে এয়ারলাইনস কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান ওঠে । উড়ানে বিলম্ব এবং হঠাৎ বাতিল হওয়ার পরে যাত্রীরা 'ইন্ডিগো চোর হ্যায়' এবং 'ইন্ডিগো বন্ধ করো' এমন স্লোগান দিতে থাকেন । এদিন বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ তাতে যাত্রীদের অসুবিধার কথা প্রকাশ করে ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের রিফ্রেশমেন্ট এবং সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

বিমান সংস্থা বলেছে, "দেওঘর বিমানবন্দরের আশেপাশের আবহাওয়া হঠাৎ অবনতি হয়েছে ৷ তাই দিল্লি থেকে দেওঘরগামী ইন্ডিগোর 6-ই 2198 বিমানটির পরিষেবা 30 জানুয়ারি এবং 31 জানুয়ারির বাতিল করা হয়েছে ৷ যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে ৷ পাশাপাশি তারা বিমানের তারিখ পরিবর্তন করতে পারবে ৷ সেই সুবিধাও থাকছে ৷"

প্রসঙ্গত, বারবার উড়ান বাতিল ও বিলম্বের জন্য বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে আসছে ইন্ডিগো ৷ এমনকী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নজরে আসে বিষয়টি ৷ যখন উড়ান বিলম্বের ফলে মুম্বই বিমানবন্দরে বসে বিক্ষোভ দেখায় একদল যাত্রী ৷ এই ঘটনার পর ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) ইন্ডিগোর উদ্দেশে একটি নোটিশ জারি করে ৷ যার ফলে শেষ পর্যন্ত এই ঘটনার জন্য 1 কোটি 20 লক্ষ টাকা জরিমানা দিতে হয় ইন্ডিগোকে । একইভাবে দু'সপ্তাহ আগে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে ইন্ডিগোর বিমানে ৷ বিমান দেরি হওয়ায় এক যাত্রী পাইলটকে মারধর করেন ৷ সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিমান ছাড়তে দেরির ঘোষণায় ইন্ডিগোর পাইলটকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত যাত্রী
  2. সিস্টেম আপগ্রেডের জেরে বন্ধ ইন্ডিগোর অনলাইন পরিষেবা, সমস্যায় যাত্রীরা
  3. ঘন কুয়াশার জের, মুম্বই-গুয়াহাটি ইন্ডিগো বিমানের অবতরণ পড়শি দেশে

নয়াদিল্লি, 31 জানুয়ারি: প্রতিকূল আবহাওয়ার জেরে একের পর এক বিমান বাতিল ইন্ডিগোর ৷ এবার দিল্লি-দেওঘর বিমান বাতিল হওয়ায় বিমানবন্দরেই বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা ৷ বুধবার দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 2-তে এয়ারলাইনস কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান ওঠে । উড়ানে বিলম্ব এবং হঠাৎ বাতিল হওয়ার পরে যাত্রীরা 'ইন্ডিগো চোর হ্যায়' এবং 'ইন্ডিগো বন্ধ করো' এমন স্লোগান দিতে থাকেন । এদিন বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ তাতে যাত্রীদের অসুবিধার কথা প্রকাশ করে ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের রিফ্রেশমেন্ট এবং সম্পূর্ণ টিকিটের অর্থ ফেরৎ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

বিমান সংস্থা বলেছে, "দেওঘর বিমানবন্দরের আশেপাশের আবহাওয়া হঠাৎ অবনতি হয়েছে ৷ তাই দিল্লি থেকে দেওঘরগামী ইন্ডিগোর 6-ই 2198 বিমানটির পরিষেবা 30 জানুয়ারি এবং 31 জানুয়ারির বাতিল করা হয়েছে ৷ যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে ৷ পাশাপাশি তারা বিমানের তারিখ পরিবর্তন করতে পারবে ৷ সেই সুবিধাও থাকছে ৷"

প্রসঙ্গত, বারবার উড়ান বাতিল ও বিলম্বের জন্য বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে আসছে ইন্ডিগো ৷ এমনকী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নজরে আসে বিষয়টি ৷ যখন উড়ান বিলম্বের ফলে মুম্বই বিমানবন্দরে বসে বিক্ষোভ দেখায় একদল যাত্রী ৷ এই ঘটনার পর ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) ইন্ডিগোর উদ্দেশে একটি নোটিশ জারি করে ৷ যার ফলে শেষ পর্যন্ত এই ঘটনার জন্য 1 কোটি 20 লক্ষ টাকা জরিমানা দিতে হয় ইন্ডিগোকে । একইভাবে দু'সপ্তাহ আগে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে ইন্ডিগোর বিমানে ৷ বিমান দেরি হওয়ায় এক যাত্রী পাইলটকে মারধর করেন ৷ সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ ৷

আরও পড়ুন:

  1. বিমান ছাড়তে দেরির ঘোষণায় ইন্ডিগোর পাইলটকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত যাত্রী
  2. সিস্টেম আপগ্রেডের জেরে বন্ধ ইন্ডিগোর অনলাইন পরিষেবা, সমস্যায় যাত্রীরা
  3. ঘন কুয়াশার জের, মুম্বই-গুয়াহাটি ইন্ডিগো বিমানের অবতরণ পড়শি দেশে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.