পশ্চিমবঙ্গ

west bengal

মণিপুরের ছয় বুথে ভোট বাতিল, 30 এপ্রিল ফের নির্বাচন; জানাল কমিশন - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 9:40 AM IST

Repolling in Manipur: গত 19 এপ্রিল দেশজুড়ে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে ৷ তারপর 26 এপ্রিল মিটেছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ প্রথম দফার নির্বাচনে ইনার মণিপুরে কিছু জায়গায় ভোট ছিল। আর দ্বিতীয় পর্ব 26 এপ্রিল আউটার মণিপুরের বাকি জায়গাগুলিতে ভোটগ্রহণ হয়। এই আউটার মণিপুরের 6টি বুথের ভোট বাতিল করল নির্বাচন কমিশন ৷ এই বুথগুলিতে ফের নির্বাচন হবে আগামী 30 এপ্রিল ৷

Repolling in Manipur
Repolling in Manipur

ইম্ফল, 28 এপ্রিল:নির্বাচনের সময়ে ফের বিশৃঙ্খল হয়ে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন আউটার মণিপুরের একাধিক বুথ থেকে উত্তেজনার সৃষ্টি হয় ৷ আবার সেদিন রাতেই অর্থাৎ ভোট মিটতেই মণিপুরের বিষ্ণুপুর জেলায় কেন্দ্রীয় বাহিনীর ওপর অতর্কিত হানা দেয় সন্দেহভাজন জঙ্গিরা। পাহাড়ের উপর নারানসেনা গ্রাম থেকে জঙ্গিরা গুলি চালায় বলে জানা যায় ৷ ওই জঙ্গি হামলায় প্রাণ যায় দুই সিআরপিএফ জওয়ানের ৷ এদিকে, আজ, রবিবার আউটার মণিপুরের ছয় বুথে ভোট বাতিল করে তা পুনরায় করার জন্য নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ ওই কেন্দ্রগুলোতে আগামী 30 এপ্রিল ভোটগ্রহণ হবে বলেও এদিন কমিশন জানিয়ে দেয় ৷

মণিপুরে দ্বিতীয় দফার ভোটে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরের পাশাপাশি রিগিং এবং বুথ দখলের অভিযোগও উঠেছিল ৷ কমিশনের কাছে পুনর্নির্বাচনের আর্জিও জানানো হয়েছিল। সেই মোতাবেক ছ'টি বুথে আবারও ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী 30 এপ্রিল সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে ওই বুথগুলিতে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, প্রদীপ কুমার ঝাঁ জানান, ওই ভোটকেন্দ্রের ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করা হচ্ছে ৷ এর আগে ইনার মণিপুর আসনের বিভিন্ন বুথের ভোট বিশৃঙ্খলার ঘটনায় নির্বাচন কমিশনে রিপোর্ট করেছিল কংগ্রেস ৷ শেষ পর্যন্ত 11 বুথে 22 এপ্রিল আবারও ভোট হয় ৷ গত সোমবার ওই বুথগুলিতে হয় ভোটগ্রহণ ৷ সেদিন আর কোনও অশান্তির ঘটনা ঘটেনি ৷ কংগ্রেস 47টি বুথে পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছিল।

আরও পড়ুন:

  1. ভোট মিটতেই সংঘর্ষ ! মণিপুরে জঙ্গি হামলায় প্রাণ গেল 2 সিআরপিএফ জওয়ানের
  2. 'ভোট-ই হল আপনার কণ্ঠস্বর', সাতটি ভাষায় সাধারণকে অধিকার প্রয়োগের ডাক মোদির
  3. প্রথম দফায় হিংসার জের, মণিপুরের 11 ভোট কেন্দ্রে ফের চলছে ভোটগ্রহণ

ABOUT THE AUTHOR

...view details