পশ্চিমবঙ্গ

west bengal

বাংলার 5-সহ রাজ্যসভার 56 আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে, ঘোষণা কমিশনের

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 5:11 PM IST

Updated : Jan 29, 2024, 5:21 PM IST

ECI announces elections for 56 Rajya Sabha seats: কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, 15টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার 56 জন সদস্যের মেয়াদ 2024 সালের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা। তাঁদের অবসরের আগেই ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন ৷ প্রেস নোটে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক সদস্য 10 জন উত্তরপ্রদেশ রাজ্য থেকে 2 এপ্রিল, 2024-এ অবসর নেবেন। তাই ওই সমস্ত আসনে ভোট হবে। ভোট হবে বাংলার 5টি আসনেও।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 29 জানুয়ারি: দেশের 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনের নির্বাচন নির্ঘণ্ট সোমবার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 27 ফেব্রুয়ারি এই 56টি রাজ্যসভা আসনে ভোট হবে বলে জানিয়েছে কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনেও ভোট হবে ৷ নির্বাচন কমিশনের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2024 সালের এপ্রিলে অবসর নিতে চলা সদস্যদের আসন পূরণের জন্য রাজ্যসভার নির্বাচন সংগঠিত হবে ৷

সেই সবই 56টি রাজ্যসভার আসনের ভোট হবে আগামী 27 ফেব্রুয়ারি ৷ উল্লেখ্য, বাংলায় মেয়াদ শেষ হওয়া পাঁচ সাংসদের মধ্যে চার জনই তৃণমূলের ৷ নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু সেন চার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। এ ছাড়া তৃণমূলের সমর্থন নিয়ে সংসদের উচ্চকক্ষে যাওয়া কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভিরও মেয়াদ শেষ হচ্ছে। পরিষদীয় অঙ্কের হিসাবে এবার চারটি আসনে তৃণমূল এবং একটিতে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল।

কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, 15টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার 56 জন সদস্যের মেয়াদ 2024 সালের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা। তাঁদের অবসরের আগেই ভোট করাতে চাইছে কমিশন ৷ প্রেস নোটে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক 10 জন সদস্য উত্তরপ্রদেশ থেকে এপ্রিল মাসের 2 তারিখ অবসর নেবেন। মহারাষ্ট্র এবং বিহারেরও 6 জন করে সদস্য ওই একই দিনে অবসর নিতে চলেছেন ৷

অন্যদিকে, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের 5 জন সাংসদের পাশাপাশি কর্ণাটক এবং গুজরাতে 4 জন করে সদস্যও অবসর নেবেন ৷ প্রেস নোট অনুসারে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং রাজস্থানের প্রত্যেকে তিনজন সদস্য অবসর গ্রহণ করছেন। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার সদস্যরা 2 এপ্রিল, 2024-এ অবসর নিচ্ছেন, ওড়িশা এবং রাজস্থানের সদস্যরা 3 এপ্রিল, 2024-এ অবসর নিচ্ছেন। ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড প্রত্যেকে 2 এপ্রিল, 2024-এ একজন সদস্য অবসর নেবেন।

Last Updated :Jan 29, 2024, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details