পশ্চিমবঙ্গ

west bengal

গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভায়, আগের সদস্য পদ ছাড়লেন নাড্ডা; ইস্তফা গ্রহণ চেয়ারম্যানের

By PTI

Published : Mar 4, 2024, 10:11 PM IST

BJP chief Nadda quits RS: লোকসভার নির্বাচনের ঠিক আগে রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দিলেন বিজেপি সভাপতি। এবার গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন । আর তাই আগের সদস্যপদ ছেড়ে দিলেন নাড্ডা।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 4 মার্চ: রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এতদিন তিনি হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন। এবার গুজরাত থেকে নির্বাচিত হয়েছেন। তাই আগের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। সূত্রের খবর ইতিমধ্যেই তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এপ্রিল মাসে তাঁর মেয়াদ শেষ হত। তার আগেই তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়।

বিজেপি সভাপতি এতদিন নিজের রাজ্য থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করার পর তাঁকেই দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বিজেপিকে নির্বাচনী সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়া অমিত শাহকে দলীয় সভাপতির পদ থেকে সরিয়ে নিয়ে আসা হয় ক্যাবিনেটে। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিয়ে একাধিক বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন অমিত। জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 370 ধারা বিলোপ করেছেন। জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলও করেছেন তিনি। এরপর এনআরসি এবং সিএএ-ও করেছেন। লোকসভা নির্বাচনের আগে সিএএ বলবৎ করার ঘোষণাও করেছেন শাহ।

বিজেপি সভাপতি হিসেবে সাফল্যের নিরিখে পিছিয়ে নেই জেপি নাড্ডাও। তবে কয়েকটি তাঁর সময়কালেই কয়েকটি বিধানসভা নির্বাচনে হারতে হয়েছে বিজেপিকে। বাংলা থেকে শুরু করে তাঁর নিজের রাজ্য হিমাচলে পদ্ম ফোটেনি। এমনই আবহে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্য থেকে রাজ্যসভার আসন নিশ্চিত করতে হয়েছে নাড্ডাকে।

অন্যদিকে এবার হিমাচল প্রদেশের রাজ্যসভা নির্বাচন ঘিরেও একাধিক ঘটনা ঘটেছে। কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক ক্রস ভোটিং করেন। পরিস্থিতি এমন জটিল হয় যে একটা সময় মনে হচ্ছিল হিমাচলপ্রদেশে সরকারই পড়ে যেতে পারে। তবে মুখ্যমন্ত্রী সুখুবিন্দর সিং সুখুকে সামনে রেখে সেই সংকট থেকে নিজেদের আপাতত মুক্ত করেছে কংগ্রেস। ক্রস ভোট দেওয়া 6 বিধায়ককে পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি বিধানসভায় বাজেটও পাস করিয়েছে সরকার।

আরও পড়ুন:

  1. রাজ্যসভায় বিজেপির নতুন মুখ অশোক চৌহান, গুজরাত থেকে সাংসদ হচ্ছেন জেপি নাড্ডা
  2. তৃণমূল সরকারের চেয়ে বাম আমল অনেক বেশি ভালো ছিল, দাবি করলেন খোদ অমিত শাহ
  3. লোকসভা পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বে থাকুন সুখুই, সুপারিশ পর্যবেক্ষকদের

ABOUT THE AUTHOR

...view details