পশ্চিমবঙ্গ

west bengal

প্রার্থী হয়েই জন্মভিটেয় কঙ্গনা, স্থানীয়দের সঙ্গে মাতলেন হোলিতে - Lok Sabha Elections

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 10:09 PM IST

Kangana Ranaut Celebrates Holi: আসন্ন লোকসভা নির্বাচনে মান্ডি লোকসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়ছেন বলিউড ডিভা কঙ্গনা রানাউত ৷ 'কন্ট্রোভার্সি কুইন' এর জন্ম মান্ডির ভাম্বলা গ্রামে ৷ বিজেপি প্রার্থী হওয়ার পর খুশিতে আত্মহারা অভিনেত্রী। দেশজুড়ে পালিত রংয়ের উৎসবে সোমবার ভূমিকন্যা পৌঁছলেন মান্ডিতে ৷ গ্রামবাসীদের সঙ্গে মাতলেন প্রার্থী হিসাবে তাঁকে বেছে নেওয়ায় মোদি-শাহকে কৃতজ্ঞ জানালেন কঙ্গনা ৷

Kangana Ranaut Celebrates Holi
Kangana Ranaut Celebrates Holi

প্রার্থী হয়ে হোলিতে মাতলেন কঙ্গনা

মান্ডি (হিমাচল প্রদেশ), 25 মার্চ: পাহাড়ের কোলে ছোট্ট রাজ্য হিমাচল ৷ রাজ্যর একটি ছোট শহর মান্ডির অন্তগর্ত ভাম্বলা গ্রাম ৷ সেই গ্রামের মেয়ে তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ বিনোদন দুনিয়া থেকে রবিবারই তিনি রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন ৷ ফলত মান্ডি এখন জনপ্রিয় বলি কুইনের দৌলতে ৷ মান্ডি থেকে আসন্ন লোকসভা নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ছেন কঙ্গনা ৷ প্রার্থী হওয়ার পর ভূমিকন্যা পৌঁছলেন মান্ডিতে নিজের গ্রামে ৷ সোমবার পুরো দেশের সঙ্গেই জন্মভিটেয় রংয়ের উৎসবে মাততে দেখা গেল কঙ্গনাকে ৷ স্থানীয়দের সঙ্গে খেললেন আবির ৷

এদিন কঙ্গনা বিজেপির হয়ে প্রতিনিধি হিসাবে বেছে নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ফের একবার কৃতজ্ঞতা জানান ৷ প্রার্থী ঘোষণার পরই গতকালই এক্সে তিনি কৃতজ্ঞতা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে ৷ এদিন কঙ্গনার সঙ্গে ছিলেন দলীয় কর্মী ও স্থানীয় লোকজন ও সরকাঘাটের বিজেপি বিধায়ক দিলীপ ঠাকুর ৷ কঙ্গনার পরিবার মান্ডি জেলার ভাম্বলা গ্রামের বাসিন্দা। কুল্লু জেলার মানালিতেও কঙ্গনার আরেকটি বাড়ি রয়েছে তাঁর। মানালিও মান্ডি লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কঙ্গনা রানাওয়াতের রাজনীতিতে প্রবেশ ও বিজেপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জল্পনা চলছিল। মোদি সরকারের সমর্থনে এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে তাঁর বক্তব্য বারবার শিরোনামে এসেছে। ভারতীয় জনতা পার্টির প্রতি তার ঝোঁক বিবেচনা করে, তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক মহলে বহুদিন ধরেই আলোচনা চলছিল। গত 23 মার্চ ছিল কঙ্গনা রানাওয়াতের জন্মদিন ৷ তার পরদিনই বিজেপি তাঁকে মান্ডি থেকে লোকসভার টিকিট দেয়। তাঁর কাছে এর চেয়ে বড় উপহার আর কিছু হতেই পারে না, মত অনুরাগীদের ৷

আরও পড়ুন:

  1. লোকসভায় প্রার্থী হয়ে রাজনীতিতে পা 'ঝাঁসির রানি' কঙ্গনার, প্রার্থী তালিকায় রিলের রামচন্দ্রও
  2. কখনও ব্যাটার, কখনও সংস্কৃতি মনস্ক; দোলের সকালে নানা মুডে কুণাল
  3. পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবেই, সিএএ নিয়ে মমতাকে আক্রমণ করে 'শাহি হুঙ্কার'

ABOUT THE AUTHOR

...view details