পশ্চিমবঙ্গ

west bengal

আবারও প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা, অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে মৃত 2

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 9:36 PM IST

Firing in Najafgarh: শুক্রবার দিল্লির নাজফগড় এলাকায় চলল গুলি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷ গুলি চলার ঘটনায় মৃত্যু ঘিরে আরও একবার প্রশ্নের মুখে পড়ল দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ৷

Etv Bharat
প্রতীকী ছবি

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি: দিল্লিতে বেড়েই চলেছে অপরাধের সংখ্যা ৷ প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে কোনও না কোনও অপরাধের ঘটনা ৷ এবার দিল্লির নাজফগড়ে দুষ্কৃতি আতঙ্ক ৷ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতির গুলিতে মৃত্যু হল দুজনের ৷ ঘটনার কথা জানতে পেরে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় আর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

দ্বারকাএলাকার ডিসিপি অঙ্কিত সিং বলেছেন, নজফগড় থানা এলাকা থেকে প্রথম ফোন আসে পিসিআরে। ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি জানান, নাজফগড়ের 80 নম্বর পিলারের কাছে একটি সেলুনের ভিতরে এক যুবককে গুলি করা হয়েছে। কিছুক্ষণ পরে, পুলিশ আরেকটি ফোন পায়। সেখানে বলা হয়েছিল, মোহন গার্ডেন এলাকার একটি হাসপাতালে বন্দুকের গুলিতে আহত দুজনকে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। মৃতদের নাম সোনু ও আশিস। জানা গিয়েছে, দিল্লি পুলিশের দুটি টিম পৌঁছে যায় ঘটনাস্থলে ৷ যে সেলুনে গুলি চলেছে সেখানেও পৌঁছে যায় তদন্তকারী দল ৷ কারা ওই দুই যুবককে গুলি করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ গুলি চালানোর কারণও এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টির তদন্ত করছে পুলিশ ৷

দেশের রাজধানী হলেও দিল্লির আইন-শৃঙ্খলা নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে। গুলি চলার ঘটনাও ঘটে। শুধু তাই নয়, নারী নির্যাতনের একাধিক অভিযোগ রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন মহলকে বারবার আলোড়িত করেছে। আবারও গুলি চলল দিল্লিতে। কয়েকটি সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। সোনু এবং আশিসের পরিবার থেকে শুরু করে পরিচিত ও বন্ধুদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঠিক কেন এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details