পশ্চিমবঙ্গ

west bengal

Hiran Chatterjee : 'পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে আমরা অভিশপ্ত', বিতর্কিত মন্তব্য হিরণের

By

Published : Jun 4, 2022, 2:21 PM IST

পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা অভিশাপ, আর রাজ্যবাসী একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছেন ৷ আয়ুষমান ভারতের মত কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে চালু না হওয়া প্রসঙ্গে এমনি বিতর্কিত মন্তব্য খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (MLA Hiran Chatterjee Criticises TMC Government for Not Implement Central Projects) ৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, বিধায়ক হিসাবে তিনি খড়গপুরের মানুষের জন্য কোনও কাজ করতে পারছেন না ৷ হিরণের অভিযোগ করেন, খড়গপুর বিধানসভা এলাকায় যখনই কোনও কাজ করতে যান, তখনই তাঁকে বাধা দেওয়া হয় ৷ অভিযোগ পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয় তাঁর বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details