পশ্চিমবঙ্গ

west bengal

এবার বিজেপিই সরকার গড়বে, কৃষ্ণনগরে বললেন মুকুল

By

Published : Mar 23, 2021, 10:47 PM IST

নিশ্চিতভাবে এবার সরকারে আমরাই আসব ৷ বললেন নদিয়া উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় । এদিন মুকুল রায়ের হাত ধরে কৃষ্ণনগরের 500 তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন ৷ মুকুল এদিন আরও বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে কেস দেওয়া হচ্ছে বিজেপি নেতা-কর্মীদের ৷ কিন্তু, শেষমেশ সরকারে আমরাই আসব ৷ নিশ্চিত ।

ABOUT THE AUTHOR

...view details