পশ্চিমবঙ্গ

west bengal

তৃণমূল সরকারকে গঙ্গায় বিসর্জনের ডাক রাহুল সিনহার

By

Published : Sep 17, 2020, 8:21 AM IST

"তর্পণের মতো হিন্দু সংস্কৃতির কার্যক্রমকেও রাজ্য সরকার আটকাচ্ছে । আমরা এর তীব্র নিন্দা করছি । এই সরকারকে যতক্ষণ না গঙ্গায় বিসর্জন দিতে পারচ্ছি, ততক্ষণ পর্যন্ত BJP লাগাতার ময়দানে থাকবে ।" বুধবার পুলিশ বাগবাজার ঘাটে BJP-র তর্পণ-মঞ্চ ভেঙে দেওয়ায় এভাবেই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দলীয় নেতা রাহুল সিনহা । তিনি আরও বলেন, "তর্পণের উপর হস্তক্ষেপ হল গণতন্ত্রের উপর হস্তক্ষেপ । এটা হতে পারে না ।"

ABOUT THE AUTHOR

...view details