পশ্চিমবঙ্গ

west bengal

Itahar Bomb Recover : ইটাহারে উদ্ধার 8টি বোমা, গ্রেফতার এক

By

Published : Mar 28, 2022, 4:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

8টি বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল ইটাহারে (Itahar Bomb Recover)। এদিন ইটাহার থানার অন্তর্গত বৌসা গ্রামের বাসিন্দা চিরঞ্জিৎ ঘোষের বাড়ির পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ তাঁর বাড়ি লাগোয়া চায়ের দোকানের পিছনে রয়েছে কলাবাগান ৷ সেই বাগানে বালতি ও ড্রাম থেকে উদ্ধার মোট 8টি বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ৷ পুলিশ চিরঞ্জিৎ ঘোষকে গ্রেফতার করে ৷ যদিও স্থানীয় ও পরিবারের দাবি, চিরঞ্জিৎকে ফাঁসানো হয়েছে ৷
Last Updated :Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details