পশ্চিমবঙ্গ

west bengal

Student Drown in Cooch Behar: বিশ্ববিদ্যালয়ের ছাত্র তলিয়ে যাওয়ার 20 ঘণ্টা পার! এখনও নিখোঁজ

By

Published : Apr 16, 2023, 1:02 PM IST

বিশ্ববিদ্যালয়ের ছাত্র তলিয়ে যাওয়ার 20 ঘণ্টা পার

এখনও নিখোঁজ তোর্সা নদীতে তলিয়ে যাওয়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া বছর উনিশের সম্রাট ঘোষ। সিভিল ডিফেন্স ও ডুবুরি নামিয়ে চলছে তোর্সা নদীতে চলছে তল্লাশি। ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে। গতকাল সন্ধ্যা নাগাদ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাতজন তোর্সা নদীর পাড়ে স্নান করতে আসেন। চারজন পড়ুয়া নদীতে স্নান করতে নামেন ৷ সেই সময়ে তাঁরা জলের স্রোতে তলিয়ে যায় ৷ তবে স্থানীয়রা তিনজনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সম্রাট ঘোষ এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্স সেখানে পৌঁছয়। অন্ধকারের কারণে রাতে তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়। প্রত্যক্ষদর্শী পিন্টু বর্মন বলেন, "আমরা স্নান করে উঠে আসছি। তখন ওরা স্নান করতে নামে। হঠাৎ করে তলিয়ে যায়।" ঘটনার খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিধায়ক সুকুমার রায়। তিনি বলেন, "খুব দুখঃজনক ঘটনা। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। দেখা যাক কী হয় ৷" বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক নৃপেন্দ্র লস্কর বলেন, "তল্লাশি জারি রয়েছে, দেখা যাক তাদের পাওয়া যায় কি না ৷ 

ABOUT THE AUTHOR

...view details