পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023: নির্বাচন কমিশনের সদস্যরা অপদার্থ-অযোগ্য, কটাক্ষ সুজনের

By

Published : Jun 22, 2023, 12:43 PM IST

সুজন চক্রবর্তী

রাজ্য নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে দলীয় প্রচারে এসে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন দলের এই প্রবীণ নেতা ৷ তৃণমূলের জনসংযোগ যাত্রাকে 'সার্কাস' যাত্রা বলে কটাক্ষ করে রাজ্য বিধানসভার প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা বলেন, "ভাইপোর সার্কাস যাত্রায় 30-32 কোম্পানি পুলিশ ছিল ৷ আর নির্বাচনের জন্য প্রতটি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ! যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাঁরা অযোগ্য এবং অপদার্থ ৷ তাঁদের পদত্যাগ করা উচিত ৷" দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের আধিকারিকদের গ্রেফতার করা উচিত বলে তিনি মনে করেন।    

অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, 2013 সালের তুলনায় জনসংখ্যা বেড়েছে কিন্তু নির্বাচন কমিশন মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে ।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যখন জেলা থেকে বুথের সংখ্যা বেড়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যে আরও বাড়ানো দাবি জানিয়েছেন সুজন ৷ পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা থেকে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন এই বাম নেতা। 

ABOUT THE AUTHOR

...view details