পশ্চিমবঙ্গ

west bengal

Ministers Meeting on Disaster: বিপর্যয় রুখতে গোসাবায় জরুরি বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী

By

Published : Mar 18, 2023, 8:50 PM IST

বিপর্যয় মোকাবিলা করতে জরুরি বৈঠক মন্ত্রী জাভেদ ও বঙ্কিমচন্দ্রর

সামনেই ঝড়-জলের মরশুম ৷ গোসাবাতে তাই বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও খড়গপুর আইআইটি বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক সারলেন মন্ত্রী জাভেদ খান (Javed Ahmed Khan) এবং বঙ্কিমচন্দ্র হাজরা (Bankim Chandra Hazra)। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছে। এই ঘোষণার পরেই শনিবার আচমকাই রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান সুন্দরবনের দীপাঞ্চল গোসাবার বিডিও অফিসে একটি বৈঠক করেন ৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে ৷ এমন পরিস্থিতিতে সুন্দরবনের এই দীপাঞ্চলগুলিকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে একটি জরুরি বৈঠক করেন তাঁরা ৷ বৈঠকে বিপর্যয় মোকাবিলা দফতরের পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ৷ সুন্দরবনের নদীবাঁধ গুলোর উপর রাজ্য সরকারকে আরও নজর দেওয়ার প্রস্তাব তিনি মন্ত্রী জাভেদ খানের কাছে রাখেন। মন্ত্রী জাভেদ খান জানান, বিপর্যয় মোকাবিলা দফতরের পাশাপাশি রাজ্যের সেচ দফতরকেও এগিয়ে আসতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে। আগামিদিনে সুন্দরবনের নদীবাঁধগুলোকে যাতে পাকা করা যায় এবং তা কোন পদ্ধতিতে; সে নিয়েও এদিন দীর্ঘ আলোচনা হয় বৈঠকে।

ABOUT THE AUTHOR

...view details