পশ্চিমবঙ্গ

west bengal

Coromandel Express: দুর্ঘটনার পাঁচদিন পর 'অভিশপ্ত' বাহানাগা পেরল করমণ্ডল এক্সপ্রেস

By

Published : Jun 7, 2023, 11:14 PM IST

করমণ্ডল এক্সপ্রেস

অভিশপ্ত শুক্রবারের পর কেটে গিয়েছে পাঁচদিন ৷ বুধবার ফের ওড়িশার বাহানাগা বাজার স্টেশন অতিক্রম করে আস্তে আস্তে ট্রেন বিপর্যয়ের ঘটনাস্থল পেরল করমণ্ডল এক্সপ্রেস ৷ তিনটি ট্রেনের একসঙ্গে সংঘর্ষে এখানে 278 জনের মৃত্য়ু হয়েছে গত শুক্রবার ৷ এদিন রাত 9.30 নাগাদ করমণ্ডল বাহানা বাজার স্টেশন পার হয় ৷ এদিন ওই স্থানে ট্রেনের গতি ছিল দশ থেকে কুড়ি কিলোমিটার। করমণ্ডল এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার আগের ক্রসিংয়ের কাছে দাঁড়িয়েছিলেন বহু মানুষ ৷ চারিদিকে জ্বলেছে আলো। এখানেই পাঁচ দিন আগে অন্ধকার নেমে এসেছিল বহু মানুষের জীবনে। এখনও চারপাশে পড়ে রয়েছে একাধিক কামরা।

অতীত ভুলে আজ ছন্দে ফিরে দুপুর 3.20'তে  যাত্রা শুরু করে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ৷ যদিও এদিন করমণ্ডলের চাকা একটু গড়াতেই সামান্য ছন্দপতন ঘটে। এসি খারাপ হয়ে যায় ৷ তা কিছু ক্ষণের মধ্যেই ফের ঠিক হয়ে যায় ৷ প্রসঙ্গত, বালাসোরের মর্মান্তিক দুর্ঘটনার পর রেলের দক্ষিণ-পূর্ব শাখায় টানা চারদিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিষেবা। বাতিল হয়েছে বহু ট্রেন। ঘুরপথে চলেছে বহু দূরপাল্লার ট্রেন। বাতিল ছিল করমণ্ডল এক্সপ্রেসও। উদ্বেগ বেড়েছিল যাত্রীদের মধ্যে। অবশেষে ফের ঘুরল করমণ্ডল এক্সপ্রেসের চাকা ৷ 

ABOUT THE AUTHOR

...view details