পশ্চিমবঙ্গ

west bengal

Lalan Sheikh Death Case: সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে লালন শেখ মৃত্যুর তদন্ত, জানালেন বীরভূমের পুলিশ সুপার

By

Published : Dec 12, 2022, 10:41 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

জাতীয় মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে হবে লালন শেখের মৃত্যুর তদন্ত ৷ এমনটাই জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি (Birbhum SP Nagendranath Tripathi) ৷ সোমবার সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছে বগটুইকাণ্ডে (Bagtui Massacre) মূল অভিযুক্ত লালন শেখের ৷ মৃতের পরিবারের অভিযোগ সিবিআই হেফাজতে মারধরের কারণে তার মৃত্যু হয় ৷ এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে ৷ ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ স্পষ্ট হতে পারে (Lalan Sheikh died in CBI custody) ৷ সিবিআই দাবি করেছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন শেখ ৷
Last Updated :Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details