পশ্চিমবঙ্গ

west bengal

Howrah Foundry Association : যুদ্ধের আবহে শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি, সরকারি সাহায্যে আবেদন হাওড়ার শিল্পদ্যোগীদের

By

Published : Mar 25, 2022, 12:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

যুদ্ধের আবহে বেড়েছে কাঁচা লোহা, কয়লার মতো কাঁচামালের দাম । এতে ইঞ্জিনিয়ারিং বা ঢালাই শিল্পে ব্যাপক ক্ষতি হচ্ছে । হাওড়া ফাউন্ড্রি অ্যাসোসিয়েশন ও হাওড়া ফাউন্ড্রি ডেভেলপমেন্ট ক্লাসটারের বার্ষিক সাধারণ সভায় এমন তথ্য উঠে এল । রেল, সেনাবাহিনী, ওএনজিসি, সেল, ইসকো, দুর্গাপুর স্টিল প্লান্ট, রাউরকেল্লা স্টিল প্লান্টের মতো প্রতিষ্ঠানের বরাত দেওয়া যন্ত্রাংশ সরবরাহ করতে বর্তমানে রীতিমতো বেগ পেতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ঢালাই শিল্পের মতো ছোট শিল্পদ্যোগীদের। (Foundry Industry faces trouble due Russia-Ukraine Conflict as raw material price rise)
Last Updated :Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details